মোহনবাগান তাঁবুতে এসে আপ্লুত ব্যারেটো, নবসজ্জিত তাঁবুর ঢালাও প্রশংসা সবুজ-মেরুণ তোতার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একসময়ে মোহনবাগানের হৃদপিন্ড, আজও সমর্থকদের নয়নের মণি জোসে রামিরেজ ব্যারেটো। বর্তমানে মুম্বইয়ে রিলায়েন্স ফাউন্ডেশনে ভবিষ্যতের ফুটবলারদের তুলে ধরার কাজে থাকলেও সুযোগ পেলেই কলকাতায় একবার ঢুঁ মেরে যান ব্যারেটো, আর কলকাতায় এলে মোহনবাগান তাঁবুতে যাবেন না, তা তো হয় না।
এবারও ঠিক তাই হল। রিলায়েন্স ফাউন্ডেশন থেকে ছুটি পেয়ে বৃহস্পতিবার কলকাতায় চলে এলেন সবুজ-মেরুণ তোতা। আর এসে নবসজ্জিত মোহনবাগান তাঁবু দেখে দারুণ খুশি ব্যারেটো। ক্লাব তাঁবুতে ব্যারেটোকে ভিন্টেজ মোহনবাগান জার্সি উপহার দেন দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু।
নিজের ফেসবুকে মোহনবাগান তাঁবুতে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ব্যারেটো লেখেন, "আমি যখনই আমার দ্বিতীয় বাড়ি কলকাতায় আসি, আমি নিজেকে আটকাতে পারি না সেই জায়গায় যেতে যা আমার হৃদয়ের সব থেকে কাছে। এই মুহুর্তে, আমি অবাক হয়ে গিয়েছিলাম অসাধারণ ও নবসজ্জিত মোহনবাগান তাঁবু দেখে। ইতিহাস ও পরিকাঠামোগত আধুনিকতার মিশেলে, আমি নিশ্চিত মোহনবাগান তাঁবু ভারতের অন্যতম সেরা দ্রষ্ঠব্য স্থান হবে।"
এরপর ব্যারেটো লেখেন, "আবারও মোহনবাগানের জার্সি পড়ে আমি আবেগঘন, ম্যানেজমেন্টকে ধন্যবাদ এই প্রিয় রঙটি আবারও আমায় উপহার দেওয়ার জন্য, বিশেষ করে যদি সেটি অমর একাদশের জার্সির রেপ্লিকা হয়। জয় মোহনবাগান।"