নয়া অধ্যায় মোরিনহোর উপন্যাসে, রোমার নয়া কোচ হলেন দ্য স্পেশাল ওয়ান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ জোসে মোরিনহোর উপন্যাসে এবার নয়া অধ্যায় রচিত হল। আগামী মরশুমে ইতালির হেভিওয়েট ক্লাব এএস রোমার দায়িত্ব পালন করবেন পর্তুগিজ এই মাস্টারমাইন্ড।
গত এপ্রিল মাসে ইউরোপিয়ান সুপার কাপের টালমাটাল সময়ে টটেনহ্যাম হটস্পার থেকে আকস্মিকভাবে পদচ্যুত হন মোরিনহো। আর এবার ইতালির সিরি আতে নিজের প্রতিপত্তি বজায় রাখবেন দ্য স্পেশাল ওয়ান।
এই নিয়ে রোমা আনুষ্ঠানিক ঘোষণা করে জানায়, "ক্লাব অত্যন্ত খুশি হয়ে জানাচ্ছে যে আমরা জোসে মোরিনহোর সাথে সমস্ত শর্তে রাজি হয়েছি এবং আসন্ন ২০২১-২২ মরশুমে আমাদের নয়া হেড কোচ হচ্ছেন।" এই নয়া দায়িত্ব পেয়ে মোরিনহো বলেছেন, "কর্তৃপক্ষের সাথে আলোচনার পর, আমি রোমার লক্ষ্যমাত্রা সম্বন্ধে বুঝেছি। একসাথে, আমরা জয়ের প্রকল্প তৈরি করতে চাই। সমর্থকদের অসাধারণ আবেগ আমায় এই দায়িত্ব নিতে বাধ্য করেছে। আমি আগামী মরশুমের জন্য অপেক্ষা করতে পারছি না।"
এর আগে প্রাক্তন কোচ পাওলো ফনসেকাকে বরখাস্ত করেছে রোমা, যেখানে কয়েকদিন আগে ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-৬ এর লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে তারা। দুই দিন পর সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই ক্লাব। এদিকে সিরি আতে নবম স্থানে রয়েছে রোমা, চ্যাম্পিয়নস লিগ যোগ্যতা অর্জন থেকে ১৪ পয়েন্ট দূরে এবং চিরপ্রতিদ্বন্দ্বী লাজিওর থেকে ৯ পয়েন্টে পিছিয়ে।