চোট পেয়ে হতাশ জনি কাউকো, তবুও পেলেন এই ইতিবাচক দিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাঁটুতে এসিএল চোটের কারণে মরশুমের বাকি সময়ে খেলতে পারবেন না এটিকে মোহনবাগানের প্রাণভোমরা জনি কাউকো। আর এর জেরে বেশ চিন্তিত হয়ে পড়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
তবে চোট পাওয়ায় বেশ হতাশ জনি কাউকো নিজেও। আর নিজের হতাশার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ফিনল্যান্ডের এই তারকা মিডফিল্ডার। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন কাউকো।
সেই পোস্টে কাউকো লিখেছেন, "খুব কঠিন হবে এটি হজম করার, আমার হাঁটু ভালো নেই। দলের সাথে থাকতে পারছি না। অনেক দিন কোনও ফুটবল খেলতে পারব না।"
শনিবার ফিনল্যান্ডের উদ্দেশ্যে ফিরছেন কাউকো। এবং নিজের ইনস্টাগ্রাম পোস্টে কাউকো জানিয়েছেন, এই চোটের জেরে তিনি তার পরিবারের সাথে সময় কাটাতে পারবেন।
এই নিয়ে কাউকো নিজের পোস্টে আরও লিখেছেন, "তবে, সব কিছু একটি কারণের জন্য হয়। এখন আমার কাছে সুযোগ এসেছে আমার পরিবারের সাথে সময় কাটানোর, নিজের সদ্যোজাত কন্যাকে স্বাগত জানিয়ে ওর জীবনের অংশ হতে পারব। আমি এর জন্য কৃতজ্ঞ। সেরাটা এখনও আসছে।"
শেষে কাউকো শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে লিখেছেন, "সকলকে ধন্যবাদ তাদের বার্তার জন্য। আমার টিমকে শুভেচ্ছা জানাই।"
এই পোস্টে কাউকোর চোটের সুস্থতা প্রার্থনা করেছেন লিস্টন কোলাসো, ব্র্যান্ডন হ্যামিল, প্রবীর দাস, তিরির মত প্রাক্তন ও বর্তমান সতীর্থরা।