এটিকে মোহনবাগান আমার কাছে ছিল সহজ পছন্দ! এএফসি কাপে যাওয়ার আগে বার্তা জনি কাউকোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সকলকে তাক লাগিয়ে দিয়ে সদ্য সমাপ্ত ইউরো খেলা ফুটবলার জনি কাউকোকে সই করিয়েছিল এটিকে মোহনবাগান। ফিনল্যান্ডের এই তারকা মিডফিল্ডারকে সই করিয়ে নিঃসন্দেহে নিজেদের শক্তি বাড়িয়েছে গতবারের রানার্সরা। কিন্তু ইউরোপ ছেড়ে কেন সবুজ-মেরুণে এলে কাউকো? ইউরোর অভিজ্ঞতা কেমন, সমস্ত কিছুই শেয়ার করলেন জনি।
এটিকে মোহনবাগানে খেলার কারণ হিসেবে জনি বলেছেন, "আমার কাছে অনেক অপশন ছিল, কিন্তু আমি ভিন্ন ধরণের কিছু করতে চেয়েছিলাম আমার কেরিয়ারে, তাই শেষ অবধি, এটিকে মোহনবাগান একটি সহজ সিদ্ধান্ত ছিল এবং এই পথই আমি চেষ্টা করতে চেয়েছিলাম।"
ইউরোপে খেলা জনি কাউকো কি আদৌ এশিয়ার আবহাওয়া ও খেলার ধরণধারণের সাথে মানিয়ে নিতে পারবেন, বিশেষ করে এএফসি কাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে? এর জবাবে জনি বলেন, "আমার মনে হয় আমি বিভিন্ন স্টাইলে মানিয়ে নিতে পারব এবং আশা করব খুব বেশি সময় লাগবে না। প্রথম অনুশীলনের পর আমি চিন্তিত ছিলাম যে আমার মত এক উত্তুরে লোকের কাছে এটি অনেক বেশি হবে যে বরফ আর ঠান্ডার সাথে অভ্যস্ত। কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে, আমার অনেক ভালো লাগছে। কিছু সম লাগবে মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু দিনের পর দিন এটি ভালো হতে থাকছে।"
গত আইএসএলের ফাইনাল অর্থাৎ এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসির ম্যাচ দেখেছেন জনি। এবং ভারতীয় ফুটবল সম্বন্ধে তিনি তেমন না জানলেও সেটিও একটি কারণ কলকাতায় আসার। তিনি বলেছেন, "আমি আগে কখনও ভারতে আসিনি, আর সেটাই একটি কারণ যে আমি আজ এখানে। আমার কোনও ধারণা ছিল না আমি কোথায় যাচ্ছি কিন্তু আমি খুবই খুশি যে এখানে সবাই আমায় আপন করে নিয়েছে।"
এটিকে মোহনবাগানের সাথে ইতিমধ্যেই এক সপ্তাহ অনুশীলন করেছেন কাউকো। দল এবং কোচ আন্তোনিও হাবাসের সম্বন্ধে ইতিমধ্যেই ধারণা তৈরি করেছেন কাউকো। তিনি বলেছেন, "আমরা বেশ কয়েক দিন কঠিন অনুশীলন করেছি, যা একটি ভালো জিনিস এবং আমি আশা করব আমি কোচের খেলার স্টাইলের সাথে মানিয়ে নিতে পারব। আমি ফুটবলের আবেগ দেখতে পাই ওনার মধ্যে এবং এটি এমন একটি জিনিস যা আমি ওনার প্তি শ্রদ্ধা করি। আমি অন্য দলগুলিকে দেখিনি কিন্তু আমার বিশ্বাস আমাদের খুব শক্তিশালী স্কোয়াড রয়েছে। ভিন্ন ধরণের খেলোয়াড়দের মিশেল রয়েছে যারা মাঠে দারুণ খেলা নিয়ে আসবে।"
সব শেষে, ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের তারকা ক্রিশ্চিয়ান এরিকসনের মাঠে অমন লুটিয়ে পড়াটি স্বচক্ষে দেখেছিলেন কাউকো। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছেন, "একেবারেই ভালো ছিল না। তখন অনেক জিনিসই আমার মাথার মধ্যে ঘুরছিল। আমি নিশ্চিন্ত যে উনি এখন ভালো আছেন।"