দুরন্ত কামব্যাকে জার্মানদের মুখ বন্ধ করে দিল জাপান

জার্মানি - ১ (ইকেয় গুন্ডোগান - পেনাল্টি)
জাপান - ২ (রিতসু দোয়ান, টাকুমা আসানো)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যাচটা একতরফাই চলছিল, কিন্তু মানসিকভাবে এভাবে ফিরে আসাটা, সত্যিই সম্ভব। প্রথমে সৌদি আরব, এবার জাপান - এশিয়ার দুই দেশের অসম্ভব প্রত্যয়ে দম্ভচুর্ণ হল বিশ্বের সেরা দুই ফুটবল দেশের।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জাপানের অনবদ্য কামব্যাকে হার মানতে বাধ্য হল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অথচ শুরু থেকে এমনটা হওয়ার কথা ছিল না। প্রথম থেকে জার্মানির আক্রমণ ছিল দেখার মত।
তবে ৮ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে গিয়েছিল জাপান, কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়। এরপর বারবার জাপান গোলকিপার শিউচি গন্ডার হাতে আটকে যায় জাপান। কিন্তু ৩১ মিনিটে গন্ডা বক্সের মধ্যে ফাউল করেন ডেভিড রাউমকে, যা ভিএআর পেনাল্টি দেয়। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইকেয় গুন্ডোগান।
এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও গোল পায় জার্মানি, সহজ ট্যাপ ইনে গোল করেন কাই হাভের্তস। কিন্তু ভিএআর সেটিকে অফসাইড ঘোরে করে। আর এভাবেই শেষ হয় প্রথমার্ধ।
প্রথমার্ধে যেভাবে জার্মানির দাপটে উড়ে গিয়েছিল জাপান, দ্বিতীয়ার্ধে নিজেদের অনেকটাই সামলে নিয়েছিল তারা। এবং বারংবার জাপানি উইঙ্গাররা জার্মান রক্ষণকে ভাঙার প্রয়াসে মেতেছিল। তবে ৭১ মিনিটে জোনাস হফম্যানের একটি ও সের্গেই গ্ন্যাবরির তিনটি শট বাঁচান জাপান গোলকিপার গন্ডা।
আর এটিই যেন জাপানকে অনুপ্রাণিত করে। ৭৫ মিনিটে টাকুমি মিনামিনোর শট সেভ করেন ম্যানুয়েল নয়্যার, কিন্তু রিবাউন্ডে গোল করেন পরিবর্ত হিসেবে নামা রিতসু দোয়ান। এরপর ৮৩ মিনিটে ইতাকুরার লম্বা ফ্রিকিক দারুণভাবে রিসিভ করেন টাকুমা আসানো, এরপর সেই বলটিকে ড্রিবল করে জোরালো শটে ফার্স্ট পোস্ট থেকে গোল করেন তিনি।
পিছিয়ে পড়ার পর জার্মানি সমতা ফেরানোর জন্য মরিয়া আক্রমণ করে। কিন্তু জাপানের প্রত্যয়ী রক্ষণে আটকে পড়ে জার্মান আক্রমণ। আর শেষ অবধি হারের সম্মুখীন হল হান্সি ফ্লিকের জার্মানি। ম্যাচ শুরুর আগে মুখে হাত দিয়ে অভিনব প্রতিবাদে মেতেছিল জার্মান দল, এবার দুর্দান্ত লড়াই দেখিয়ে জার্মানদের মুখ সত্যিই বন্ধ করে দিল জাপান।