শক্তিশালী মোহনবাগানকে হারাতে মুখিয়ে রয়েছেন জামসেদপুর হেড স্যার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও জামসেদপুর এফসি। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পাঁচ গোল দিয়েছে। তবে এটিকে মোহনবাগানকে যথেষ্ট সমীহ করছেন জামসেদপুর কোচ এইডি বুথরয়েড।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জামসেদপুর হেড কোচ বলেছেন, "ওরা (এটিকে মোহনবাগান) খুবই কঠিন প্রতিপক্ষ, কিন্তু এই ধরণের প্রতিযোগিতায় আপনারা এমনটাই চান। আর আমরাও খুব ভালো দল, সেই কারণে এটি খুব ভালো ম্যাচ হবে।"
এদিকে মোহনবাগানকে পূর্ণ শ্রদ্ধা জানিয়েও বুথরয়েড মনে করিয়ে দিলেন দুই দলের মধ্যে গতবারের সাক্ষাতের কথা। সেই সাক্ষাতে ড্র করেছিল দুই দলই। বলছেন, "আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান দিই, তাদের শক্তি ও দূর্বলতাকে দেখি। ওদের খুব ভালো মরশুম গিয়েছে, তবে আমাদের মধ্যেকার সাম্প্রতিক ম্যাচে খুব একটা পার্থক্য দেখা যায়নি।"
"এবার খুবই কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে। আমি আশা করছি খুবই হাড্ডাহাড্ডি খেলা হবে। তবে এই ম্যাচের জন্য আমরা মুখিয়ে রয়েছি।"
শেষে বুথরয়েড বলেছেন, "গতবার আমরা যখন ওদের বিরুদ্ধে খেলেছিলাম, আমরা ক্লিনশিট ধরে রাখতে পেরেছিলাম। এখন আমাদের নিজেদের উপর ফোকাস করতে হবে এবং নিশ্চিত করতে হবে কিছু গোল করার সাথে সাথে আরও একটি ভালো পারফর্মেন্স দেওয়ার।"