দেশে ফুটবলের উন্নতি করতে ভারতের এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সাথে জোট বাঁধল জামসেদপুর এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতবর্ষের ফুটবলের উন্নতিকরণের জন্য, দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে বিশেষ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে জুড়ল আইএসএলের ফ্র্যাঞ্চাইজি জামসেদপুর এফসি। আর এরই সাথে জামসেদপুর এফসির অন্যতম স্পনসরও হল এসবিআই।
এই জোটবন্ধনের ঘোষণায় উপস্থিত ছিলেন এসবিআইয়ের এমডি অশ্বিনী ভাটিয়া, টাটা স্টিলের এমডি ও সিইও টিভি নরেন্দ্রন, জামসেদপুর এফসির চেয়ারম্যান চাণক্য চৌধুরি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এই নিয়ে জামসেদপুর এফসির চেয়ারম্যান বলেছেন, "এসবিআইয়ের সাথে আমাদের সম্পর্ক খুবই অনুপ্রেরণাদায়ক এবং আমরা লক্ষ্য রাখছি যাতে মাঠে ও মাঠের বাইরে সাফল্য পেতে পারি।" জামসেদপুর এফসির স্পনসর হওয়ার জেরে জার্সিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো থাকবে। এছাড়া আইএসএল চলাকালীন সম্প্রচার ও সোশ্যাল মিডিয়ায় দর্শকদের সাথে প্রথম দলের যোগাযোগ ঘটাবে এই জোট।"