জামসেদপুর এফসির ঋত্বিক দাসকে সম্মানিত করল মোহনবাগান সমর্থকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হয়ত মোহনবাগানে খেলেন না, কিন্তু তিনি ঘরেরই ছেলে। আসানসোলের ছেলে ঋত্বিক দাসকে বিশেষ সম্মান জানাল আসানসোল মেরিনার্স।
গত আইএসএল জামসেদপুর এফসির হয়ে দুরন্ত খেলার সুবাদে জাতীয় দলের হয়ে খেলেছেন ঋত্বিক। সেই কারণে ঋত্বিককে বিশেষ সম্মান জানাল আসানসোল মেরিনার্স।
ছোটবেলায় মায়ের হাত ধরে আসানসোলের রিভারসাইড গ্রাউন্ডে ফুটবলে হাতেখড়ি ঋত্বিকের, এরপর মোহনবাগানের অ্যাকাডেমিতে ট্রায়াল দিয়েছেন। সেই ঋত্বিক আজ বাংলার গর্ব, আসানসোলের গর্ব। সেই গর্বকেই সম্মান জানালেন আসানসোল মেরিনার্সের সদস্যরা।