লড়েও রোখা গেল না জামসেদপুরকে, শেষ মুহুর্তের গোলে হারল ইস্টবেঙ্গল

জামসেদপুর এফসি - ১ (ইশান পন্ডিতা)
এসসি ইস্টবেঙ্গল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দারুণ লড়াই চলল, তা সত্ত্বেও পয়েন্ট তুলতে পারল না এসসি ইস্টবেঙ্গল। জামসেদপুর এফসির বিরুদ্ধে শেষ মুহুর্তের গোলে হেরে গেল রেনেডি সিংয়ের ছেলেরা।
যদিও শুরু থেকে জামসেদপুরকে ভালো টেক্কা দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ডিফেন্সে আদিল খানের নেতৃত্বে গ্রেগ স্টুয়ার্ট ও জর্ডান মারেকে রুখে দিচ্ছিল লাল-হলুদ ব্রিগেড।
কিন্তু আদিল খান চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর লাল-হলুদের রক্ষণ ক্রমশ নড়বড়ে হয়ে যায়। আর তার সুযোগ নিয়ে গ্রেগ স্টুয়ার্টের কর্নার থেকে হেড করে গোল করেন সুপার সাব ইশান পন্ডিতা।
আর এর জেরে ইস্টবেঙ্গলের টানা দুই ম্যাচ অপরাজেয় দৌড়ের ইতি ঘটল, আর জামসেদপুর এফসি জিতে শীর্ষস্থানে উঠে গেল।