ইংল্যান্ডের যুব দলকে প্রশিক্ষণ দেওয়া এইডি বুথরয়েডকে হেড কোচ হিসেবে আনল জামসেদপুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওয়েন কোলের মত সফল কোচের বিদায়ের পর চিন্তা হয়ে গিয়েছিল, এরপর কাকে কোচ হিসেবে নিযুক্ত করবে গতবারের লিগ চ্যাম্পিয়ন জামসেদপুর এফসি! এবার সেই প্রশ্নের অবসান ঘটল।
রবিবার জামসেদপুর এফসি ঘোষণা করে, ৫১ বছর বয়সী ইংরেজ প্রশিক্ষক এইডি বুথরয়েডকে দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। নিজের কোচিং কেরিয়ারে ইংল্যান্ডের বাইরে এই প্রথম কোনও ক্লাব হিসেবে জামসেদপুরে কোচিং করাবেন এইডি।
২০০৬ সালে ওয়াটফোর্ডের দায়িত্বে থেকে দলকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ জিতিয়ে প্রিমিয়ার লিগে তুলেছিলেন এইডি। এরপর কোলচেস্টার ইউনাইটেড, কভেন্ট্রি সিটি ও নর্দাম্পটন ইউনাইটেডে কোচিং করিয়েছেন এইডি।
এরপর ২০১৪ সাল থেকে ইংল্যান্ডের একাধিক বয়সভিত্তিক দলের দায়িত্ব সামলেছেন এইডি। অনুর্ধ্ব ১৯, অনুর্ধ্ব ২০ ও অনুর্ধ্ব ২১ দলের দায়িত্ব সামলেছেন তিনি। অনুর্ধ্ব ২১ দলের হয়ে তিনি জিতেছিলেন টুলুন টুর্নামেন্ট।
ফলে যথেষ্ট অভিজ্ঞতা ও সাফল্য নিয়েই জামসেদপুরে কোচিং করাতে আসছেন এইডি। মূলত লং বল ও ডিরেক্ট ফুটবলে বিশ্বাসী এই ইংরেজ প্রশিক্ষক।