এফএ কাপ জিতে ইতিহাস গড়লেন জেমি ভার্ডি, টুর্নামেন্টের ১৩টি রাউন্ড খেলে চ্যাম্পিয়ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তারকা ইংরেজ ফরোয়ার্ড জেমি ভার্ডির কাহিনী বেশ উল্লেখযোগ্য। একটি নন লিগ ক্লাব ফ্লিটউড টাউনের খেলোয়াড় থেকে আজ ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকার হওয়ার কাহিনী গড়েছেন ৩৪ বছরের ভার্ডি। কিন্তু শনিবার চেলসিকে হারিয়ে ঐতিহ্যশালী এফএ কাপ জিতে আরও একটি ইতিহাস গড়লেন ভার্ডি।
শনিবার এফএ কাপের ফাইনালে ইয়োরি টিলেম্যানসের গোলে চেলসিকে হারায় লেস্টার সিটি। আর এই জয়ের জেরে জেমি ভার্ডি ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি এই টুর্নামেন্টের কোনও না কোনও পর্যায়ে সকল রাউন্ড, অর্থাৎ মোট ১৩টি রাউন্ড খেলে চ্যাম্পিয়ন হয়েছেন।
এফএ কাপ এমন একটি টুর্নামেন্ট, যা ইংল্যান্ডের যে কোনও রেজিস্টার্ড ক্লাব খেলতে পারে। ইংল্যান্ডে এমন ৭০০টির বেশি ক্লাব রয়েছে, লিগ ও নন লিগ মিলিয়ে। এই বছর যেমন ৭৩৬টি ক্লাব অংশগ্রহণ করেছিল। কিন্তু মূলপর্বে সাধারণত ছয় রাউন্ডে খেলা হয়, যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের ক্লাবগুলি খেলে। বাকি নিম্নস্তরের দলগুলি তার আগের রাউন্ডগুলি খেলে থাকে।
ফ্লিটউড টাউন, স্টকসব্রিজ ও হ্যালিফ্যাক্স ক্লাবে থাকাকালীন জেমি ভার্ডি সেই প্রথম সাতটি রাউন্ডে খেলেছেন। এরপর ২০১২ সালে প্রথম নন লিগ খেলোয়াড় হিসেবে এক মিলিয়ন ইউরো ফি পাওয়া ভার্ডি যোগ দেন লেস্টার সিটিতে। এবং সেই সময় দ্বিতীয় ডিভিশনে থাকা এবং বর্তমানে প্রিমিয়ার লিগ খেলার জেরে শীর্ষ ছয় রাউন্ডে খেলছেন ভার্ডি।
এর আগে ওয়াটফোর্ডে ট্রয় ডিনির এই রেকর্ড ছিল। কিন্তু চ্যাম্পিয়ন হয়ে নয়া নজির গড়লেন জেমি ভার্ডি। ফুটবলের নীচুস্তর থেকে আজ সাফল্যের চুড়ান্ত শিখরে, জেমি ভার্ডির এই কাহিনী ফুটবল ইতিহাসে অমর থাকবে।