ডার্বি খেলতে মুখিয়ে রয়েছেন জেক জার্ভিস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের পারফর্মেন্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে এর মাঝে সম্প্রতি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেডের। আর এই জয়ে বড় ভূমিকা রেখেছেন নতুন সাইনিং জেক জার্ভিস।
ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যানের জেরে না খেলতে পারা জার্ভিস অবশেষে অভিষেক করেন কেরালার বিরুদ্ধে। এবং এসেই দলকে এনে দিলেন জয়। এবার সামনে নর্থইস্ট ইউনাইটেড। তার আগে ইস্টবেঙ্গল এফসি মিডিয়া টিমের সাথে সাক্ষাৎকার সারলেন ইংরেজ এই ফরোয়ার্ড।
ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে জার্ভিস বলেছেন, "ইস্টবেঙ্গলে আসার আগে, আমি ভারতে খেলে যাওয়া বেশ কিছু খেলোয়াড়ের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে এই দেশে খেলার অভিজ্ঞতা বেশ ভালো। আমিও এশিয়াতে খেলে এখানকার ফুটবল সংস্কৃতিকে দেখতে চেয়েছিলাম। আমার মনে হয়েছে এটাই সেরা সময়। ইংল্যান্ডে অনেক খেলোয়াড় আইএসএল নিয়ে উৎসাহী। এই লিগের মান আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। পিটার হার্টলির মত খেলোয়াড়, যাদের ইংল্যান্ডে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে, তারা ভারতে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এটাই আমার নজর কেড়েছে আর সেই কারণে, আমি ভারতে আসার সিদ্ধান্ত নিই।"
ইস্টবেঙ্গলের বিপুল জনসমর্থন নিয়ে জার্ভিস বলেছেন, "ঘোষণা হওয়ার আগে থেকেই, সমর্থকদের থেকে প্রচুর বার্তা পেয়েছি। এতেই বোঝা যায় এই ক্লাবটি কতটা বড়। আমি এই ক্লাবের ইতিহাস সম্পর্কে জানি। একবার আমরা ধারাবাহিকভাবে জিততে শুরু করলে, আমি নিশ্চিত আরও বেশি সমর্থক মাঠে আসবে। আমি শেষ কয়েকটি ম্যাচে সেই উন্মাদনা পেতে চাইছি।"
ক্লেইটন সিলভার সাথে আক্রমণে জুটি বাঁধা নিয়ে জার্ভিস বলেছেন, "ক্লাবের ট্রান্সফার সমস্যার কারণে মাঠে না নামতে পারলেও নিজেকে ইতিবাচক রেখেছি। আর মাঠে নেমে গত শুক্রবার নিজের দলকে জেতাতে সাহায্য করেছি। তিন পয়েন্ট পাওয়াটা বিশাল ব্যাপার। ইউরোপে যেভাবে খেলেছি, সেখান থেকে এই পর্যায়ে খেলার বিষয়টিতে অভ্যস্ত হচ্ছি। ক্লেইটনের সাথে আক্রমণে খেলাটা স্পেশ্যাল। উনি একজন অসাধারণ খেলোয়াড় এবং অনুশীলনে আমরা কাজ করছি এক সাথে। আমরা যত এক সাথে খেলব, তত ভালো আমরা পারফর্ম করব। আসন্ন ম্যাচগুলিতে, আমি দেখাতে চাইব আমি কেমন এবং যতটা সম্ভব সাহায্য করব ইস্টবেঙ্গলকে জেতানোর জন্য।"
শেষে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা ডার্বি খেলা নিয়ে জার্ভিস বলেছেন, "আমি সমর্থক ও সতীর্থদের কাছ থেকে জানতে পেরেছি যে কলকাতা ডার্বি এশিয়ার অন্যতম বড় ম্যাচ। আমি এর আগে কার্ল ম্যাকহিউয়ের সাথে খেলেছি। আমি উচ্ছ্বসিত এই ম্যাচ খেলার জন্য। এতে আমার উৎসাহ আরও বাড়বে। আমি ডার্বির জন্য মুখিয়ে রয়েছি এবং আমি এটির জন্য তৈরি।"