KSFL 2022 : কলকাতা স্কুল ফুটবল লিগে বড় জয় এনকে পাল শিক্ষায়তন ও দিল্লি পাব্লিক স্কুলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা অতিমারিকে কাটিয়ে আবারও ফিরেছে কলকাতা স্কুল ফুটবল লিগ। এবং টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি গতবারের তুলনায় আরও বড়, আরও জাঁকজমক উপায়ে আয়োজিত হচ্ছে।
কলকাতা এবং বাংলার মোট ৩২টি স্কুল এই স্কুল ফুটবল লিগে অংশগ্রহণ করছে, এবং ইতিমধ্যেই জমজমাটি খেলার দৃশ্য দেখা গিয়েছে এই টুর্নামেন্টে। আইটিসির সহযোগিতায় ও স্পোর্টস কানেক্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ডিজিট্যাল পার্টনার এক্সট্রা টাইম বাংলা।
সোমবার, অর্থাৎ ১ আগস্ট দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজিত হয়। প্রথম ম্যাচে যাদবপুর এনকে পাল আদর্শ শিক্ষায়তন ৭-০ এর বড় ব্যবধানে হারায় ক্যালকাটা বয়েজ স্কুল, মেন ক্যাম্পাসকে। এনকে পাল শিক্ষায়তনের হয়ে জোড়া গোল করেন সৌরভ দাস ও সুমন মন্ডল। এদিকে একটি করে গোল করেছেন আদিত্য নন্দী, আকাশ নস্কর ও মোহন বিক্রম। ম্যাচের সেরা হন সৌরভ দাস, যার হাতে পুরষ্কার তুলে দেন অমিত ভদ্র।
তবে এই ম্যাচে বিশেষ সম্মান জানানো হয় ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র বাকির এ মার্চেন্টকে। স্কুল ফাইনালে আইসিএসসি বোর্ডের টপার, গোটা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় প্রবল আগ্রহ বাকিরের। ক্যালকাটা বয়েজের হয়ে এই টুর্নামেন্টে খেলেছেও।
এদিকে দ্বিতীয় ম্যাচে সল্টলেকের কল্যাণী পাব্লিক স্কুল ৭-০ ফলে হারে দিল্লি পাব্লিক স্কুল রুবি পার্কের কাছে। ডবল হ্যাটট্রিক করে ম্যাচের সেরা হন অর্চিষ্মান সাহা। জোড়া গোল করে ওজোস্বি রায় এবং একটি গোল করে সূর্যাংশ পট্টনায়েক। অর্চিষ্মানের সাথে ম্যাচের সেরা পুরষ্কার তুলে দেন নাসির আহমেদ।