মুম্বাই ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইভান, নিলেন আবারও জেতার অঙ্গীকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমে নিজেদের মাঠে এখনও জয় অধরা ইস্টবেঙ্গল ফুটবল দলের। ৯ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে ২-০ গোলে হারের পর ১৬ ডিসেম্বর শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামতে চলেছে স্টিফেন কনস্ট্যানটাইনের দল।
এর আগে ৬য় বার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি। যার মধ্যে ২ বার জিতেছে ইস্টবেঙ্গল এবং ৩ বার জয়ী মুম্বাইয়ের দল। তবে শেষ সাক্ষাৎ-এ ডুরান্ড কাপে মুম্বাইয়ের দলকে ৪-৩ গোলে পরাজিত করেছিল ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাসের সাথেই আগামী ম্যাচে নামতে চলেছেন ইভান গঞ্জালেজ, ক্লেইটন সিলভারা।
সম্প্রতি দলের প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে পরিকল্পনা এবং ডুরান্ড কাপের ম্যাচ জয় ইত্যাদি সব নিয়েই ইস্টবেঙ্গল ডিফেন্ডার ইভান গঞ্জালেজ ইস্টবেঙ্গল মিডিয়া দলকে বিস্তারিত জানিয়েছেন।
প্রথমেই স্প্যানিশ ডিফেন্ডার ইভান, ইস্টবেঙ্গল ক্লাবে তার অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন, "ইস্টবেঙ্গলে আমার অভিজ্ঞতা এখনও পর্যন্ত খুব ভালো। অবশ্যই আমরা ভালো ফলাফল চাই, তবে এটি নতুন খেলোয়াড়, নতুন স্টাফ এবং নতুন ইনভেস্টর সহ একটি নতুন প্রোজেক্ট। আমরা ধীরে ধীরে উন্নতি করছি এবং মরশুম শেষের আগে আমরা আরও ভালো ফল পাবো।"
ইভান তার দলের পরিকল্পনা এবং প্রতিপক্ষ মুম্বাইকে নিয়ে বলেছেন, "আমরা একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। জামসেদপুরকে আমরা হারালেও হায়দ্রাবাদের বিরুদ্ধে আমরা নতুন ভাবে নেমেছিলাম। একই ভাবে হায়দ্রাবাদ ম্যাচ হারলেও আমরা সেটি ভুলে গিয়ে মুম্বাই ম্যাচ নিয়ে ভাবছি। আমরা জানি মুম্বাই প্রচুর গোল করে। এটি একটি নতুন ম্যাচ ও নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য।"
ডুরান্ড কাপে মুম্বাইকে হারানোর কারণে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল দল। ইভান জানিয়েছেন, "ডুরান্ড কাপে মুম্বাইকে হারানোর কারণে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা কলকাতায় আসার কয়েকদিনের মধ্যেই তাদের হারিয়েছিলাম। আমরা যদি তাদের একবার হারাতে পারি, আমরা আবারও তাদের হারাতে পারবো। শুক্রবার আমরা এই আত্মবিশ্বাসের সাথেই নামবো। "