আমি ইস্টবেঙ্গলেরই খেলোয়াড়! দ্রুত জটিলতা মিটে যাওয়ার আশা রাখছেন ইভান গোঞ্জালেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিনের পর দিন চলেই যাচ্ছে, তবুও ইস্টবেঙ্গল ও ইমামির মধ্যেকার চুক্তি আর সম্পন্ন হচ্ছে না। এই পরিস্থিতিতে সমর্থকদের মনে চিন্তা হচ্ছে, প্রাক-চুক্তিতে সই করা খেলোয়াড়রা আদৌ থাকবেন তো?
এই প্রাক-চুক্তিতে সই করা খেলোয়াড়দের মধ্যে একমাত্র বিদেশী হলেন স্প্যানিশ ডিফেন্ডার ইভান গোঞ্জালেজ। এফসি গোয়া থেকে আসা এই ডিফেন্ডার নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এবং এই জটিলতার সময়েও তিনি ইস্টবেঙ্গলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি আশা করছেন, দ্রুত ইনভেস্টর ও ক্লাবের জটিলতা মিটবে।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় ইভান লিখেছেন, "আমি আশা করছি সবকিছু দ্রুত মিটে যাবে এবং শীঘ্রই আমি ইস্টবেঙ্গলের জার্সি পড়তে পারব। আপনারা প্রত্যেকেই জানেন, আমি ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড় এবং আমি আশা করছি আপনাদের জন্য অনেক বছর খেলতে পারব।"
এর আগেও সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে নানা বার্তা দিয়ে এসেছেন ইভান। ইমামি-ইস্টবেঙ্গলের চুক্তি নিয়েও নিজের বার্তা তুলে ধরেছেন। এবং বুধবারের বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন, এখনও অপেক্ষা করবেন সমস্যা মেটার জন্য।