ইতালির বিরুদ্ধে হেরেও পরের রাউন্ডে ওয়েলস, তুরস্ককে হারিয়েও অপেক্ষায় সুইজারল্যান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ এ এর শেষ ম্যাচগুলিতে কার্যত যেন অঙ্কের খেলা চলল। দুরন্ত ফর্মে থাকা ইতালির বিরুদ্ধে ওয়েলসকে বড় ব্যবধানে হারতে হত না, অন্যদিকে তুরস্ককে বড় ব্যবধানে হারাতে হত সুইজারল্যান্ডকে। কিন্তু হেরেও ওয়েলস কাজের কাজটা করে পরের রাউন্ডে উঠে গেল, যেখানে সুইজারল্যান্ডকে আরও অপেক্ষা করতে হবে।
ইতালি - ১ (ম্যাটেও পেসিনা)
ওয়েলস - ০
https://twitter.com/MirrorFootball/status/1406672728619458561?s=19
দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই পরের রাউন্ডে চলে গিয়েছিল ইতালি। এই অবস্থায় দ্বিতীয় সারির দল নামানো হয়েছিল ওয়েলসের বিরুদ্ধে। কিন্তু শেষ ম্যাচেও জয় হাসিল করল ইতালি। মার্কো ভেরাত্তির পাসে গোল করেন ম্যাটেও পেসিনা।
এরপর ওয়েলসের ইথান আম্পাদু লাল কার্ড দেখায় ১০ জনে খেলে তারা। কিন্তু তা সত্ত্বেও দুরন্ত ডিফেন্ডিং করায় গোল খায় না তারা। আর এর জেরে গোল পার্থক্যে সুইসদের টেক্কা দিয়ে পরের রাউন্ডে চলে যায় ওয়েলস।
সুইজারল্যান্ড - ৩ (হ্যারিস সেফেরোভিচ, জেরদান শাকিরি - ২)
তুরস্ক - ০
https://twitter.com/EURO2020/status/1406672942545702919?s=19
পরের রাউন্ডে ওঠার জন্য দুই ম্যাচ হারা তুরস্ককে গোলের মালা পড়াতে হত সুইসদের। আর সেই মতই আক্রমণ করেছিল সুইজারল্যান্ড। হ্যারিস সেফেরোভিচের একটি ও জেরদান শাকিরির জোড়া গোলে জয় পেলেও লাভ হল না সুইজারল্যান্ডের। আক্রমণের ঝড় তুললেও তুরস্কের ডিফেন্স শেষের দিকে ভালো খেলেছে।
এর জেরে এখন সুইসদের তাকাতে হবে বাকি গ্রুপগুলির তৃতীয় স্থানাধিকারী দলগুলির দিকে। ছয়টি গ্রুপের সেরা চার তৃতীয় স্থানাধিকারী দল যেতে পারবে পরের রাউন্ডে। ফলে সুইসদের সম্ভাবনা এখনও চলে যায়নি। চার পয়েন্টে রয়েছে সুইজারল্যান্ড।