মোরাতাই স্বপ্ন দেখালেন, মোরাতাতেই স্বপ্নভঙ্গ স্পেনের, ফিরে আসার লড়াই অক্ষুণ্ণ ইতালির

ইতালি - ১ (ফেডেরিকো চিয়েসা)
স্পেন - ১ (আলভারো মোরাতা)
পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জয়ী ইতালি
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চমকে ভর্তি এবারের ইউরো ২০২০ দেখল দুই দুর্দান্ত টেকনিক্যাল দলের অসাধারণ একটি ফুটবল ম্যাচ। স্পেন ও ইতালির আক্রমণাত্মক ফুটবলের মাঝেও খেলার শিল্প একবারও হারায়নি। আর এর জেরে দর্শনীয়তা একেবারে চুড়ান্ত শিখরে ছিল।
শুরু থেকে ইতালি বেশ চাপ দিতে শুরু করে স্পেনের ডিফেন্সের উপর, আর সেই চাপে মিসপাস করতে থাকে স্পেন। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে লুই এনরিকের দল। শুরু থেকে মোরাতাকে না খেলিয়ে চমক দেখিয়েছিল স্পেন, কিন্তু সেই চমকের জেরে বড় সু্যোগ হাতছাড়া করে তারা। একা গোলকিপার ডোনারুম্মাকে পেয়েও বল কন্ট্রোলই করতে পারেননি ওয়ারজাবাল।
কিন্তু স্পেনের আক্রমণ জারি ছিল ইতালির উপর, অপরদিকে কাউন্টারে সুযোগ তৈরি করেছিল ইতালি। আর সেই কাউন্টারে দুর্দান্ত গোল করে ইতালি। ৬০ মিনিটে সিরো ইম্মোবিলের পাস পান ফেডেরিকো চিয়েসা, কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ কার্ল শটে গোল করেন তিনি।
এরপর স্পেনের আক্রমণ ক্রমেই বাড়তে থাকে। গোল খাওয়ার পরেই নামানো হয় মোরাতাকে, আর তিনিই সমতায় ফেরান স্পেনকে। ৮০ মিনিটে ড্যানি ওলমোর সাথে দারুণ ওয়ান-টুতে বোকা বানান ডোনারুম্মাকে। আর তারপর দ্বিতীয় গোলের আশায় আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মাতে দুই দলই।
কিন্তু দুই দলই প্রয়োজনীয় গোল না করতে পারায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সেই ৩০ মিনিটেও আক্রমণের ধাঁচ বেশি থাকে স্পেনের। কিন্তু দারুণ সুযোগ পেয়েও গোল করতে অক্ষম থাকে দুই দলই। আর এর জেরে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে।
শুরুতেই অবাক করে দেন দুই দলই। ইতালির হয়ে প্রথম পেনাল্টি মিস করেন ম্যানুয়েল লোকাটেল্লি, যার জবাবে স্পেনের প্রথম পেনাল্টি মিস করেন ড্যানি ওলমো। এরপর স্পেন ও ইতালি নিজেদের পেনাল্টিতে গোল করতে থাকে। তবে আলভারো মোরাতার পেনাল্টি সেভ করেন জিয়ানলুইগি ডোনারুম্মা, যার সুযোগে জয়সূচক পেনাল্টিতে গোল করে ইতালিকে ফাইনালে পাঠান জর্জিনহো।