বেলজিয়ামের লড়াইকে রুখে দিল ইতালির প্রাচীর, জয়যাত্রা অব্যাহত রেখে সেমিতে মানচিনির ছেলেরা

বেলজিয়াম - ১ (রোমেলু লুকাকু - পেনাল্টি)
ইতালি - ২ (নিকো বারেলা, লোরেঞ্জো ইনসিগনে)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই বড় হেভিওয়েট দল আমনে সামনে হয়েছে, আর এই লড়াইয়ে ছিল উত্তেজনা ভরপুর। দুই দলের প্রবল আক্রমণ ও দুরন্ত ডিফেন্সে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কিন্তু শেষ অবধি জয় হাসিল করল ইতালি।
শুরু থেকে দুই দেশ নিজেদের মেপে নিয়ে খেলছিল। ইতালি পাসিং ফুটবলে আক্রমণ তৈরি করছিল, যেখানে বেলজিয়াম অপেক্ষায় ছিল গতিতে ইতালির প্রাচীরকে ভাঙার। ১৩ মিনিটে গোল করে ইতালিকে এগিয়ে দেন লিওনার্দো বোনুচ্চি, কিন্তু ভিএআরে তা অফসাইড ধরা পড়ায় সেই গোল বাতিল হয়।
তবে ৩১ মিনিটে গোল পায় ইতালি, মার্কো ভেরাত্তির পাসে দুরন্ত ফিনিশ করেন নিকোলো বারেলা। এরপর ৪৪ মিনিটে অসাধারণ দুরপাল্লার শটে গোল করেন লোরেঞ্জো ইনসিগনে। একপেশে হতে যাওয়া খেলাকে উত্তেজক করা হয় প্রথমার্ধের একেবারে শেষে। জেরেমি ডোকুকে বক্সে ফাউল করেন জিওভানি ডি লোরেঞ্জো, আর এর জেরে পেনাল্টি পায় বেলজিয়াম। পেনাল্টি থেকে গোল করেন রোমেলু লুকাকু।
এরপর দ্বিতীয়ার্ধে বেলজিয়াম কিছু দুর্দান্ত সুযোগ পেলেও ইতালির ডিফেন্স অসাধারণভাবে তা বাঁচিয়ে দেয়। অন্যদিকে ইতালি আক্রমণ চালিয়েই যায়।।যদিও শেষের দিকে একেবারে ডিফেন্সিভ হয়ে যায় ইতালি, যার জেরে চাপ বাড়াতেই থাকেন ডি ব্রুইন-ডোকুরা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ছিটকে গেল রেড ডেভিলসরা।
ইডেন হ্যাজার্ডের অনুপস্থিতিতে দারুণ নজর কেড়েছেন জেরেমি ডোকু। নজরকাড়া গতি ও স্কিলে ইতালির ডিফেন্সকে সমস্যায় ফেলেছিলেন। কিন্তু শেষ অবধি ইতালি নিজেদের ৩২ ম্যাচের জয়যাত্রা অব্যাহত রাখল। সেমি ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে তারা।