অস্ট্রিয়ার মরিয়া লড়াই সত্ত্বেও অতিরিক্ত সময়ে জয় হাসিল ইতালির

ইতালি - ২ (ফেডেরিকো চিয়েসা, মাত্তেও পেসিনা)
অস্ট্রিয়া - ১ (সাসা কালাজিচ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক দিকে গ্রুপ পর্বে অসাধারণ ফুটবল খেলে উঠে আসা ইতালি, অন্যদিকে চুড়ান্ত প্রত্যয় দেখিয়ে শেষ ষোলোয় ওঠা অস্ট্রিয়া - ম্যাচটি সমানে সমানে না হলেও দুই দলই সমানভাবে মরিয়া ছিল এই ম্যাচ জেতার জন্য। অস্ট্রিয়া দারুণ খেললেও শেষ অবধি ইতালির দাপটই শেষ কথা বলল।
শুরু থেকে ইতালি বেশ ভালো আক্রমণ হানছিল। সিরো ইম্মোবিলের একটি শট বারে লাগে। তবে খেলার এক ঘন্টার মাথায় মার্কো আর্নাউটোভিচ গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দিলেও ভিএআরে তা বাতিল হয়। তবে গোল বাতিলের পর অস্ট্রিয়া অনেকটাই ভালো খেলে এবং ইতালির উপর চাপ তৈরি করে। এর জেরে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয় এবং এবারের টুর্নামেন্টে প্রথমবার খেলা গড়ায় এক্সট্রা টাইমে।
কিন্তু অতিরিক্ত সময়েই বাজিমাত করে আজ্জুরিরা। ৯৫ মিনিটে দুরন্ত ফিনিশ করে ইতালিকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা ফেডেরিকো চিয়েসা। এরপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মুহুর্তে অস্ট্রিয়া বক্সে ঢুকে গোল করে আসেন মাত্তেও পেসিনা। যদিও দ্বিতীয়ার্ধে সাসা কালাজিচ কর্নার থেকে হেড করে অস্ট্রিয়ার জন্য সামান্য আশা জাগিয়ে আনেন। কিন্তু শেষ অবধি ইতালিই জয়ী হল।
সাসা কালাজিচের কারণে ১১৬৮ মিনিটের পর গোল খেল ইতালি। আর এই জয়ের জেরে টানা ১১টি ম্যাচ জিতেছে রবার্তো মানচিনির ছেলেরা, যেখানে শেষ ৩১ ম্যাচে অপরাজেয়। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের মুখে পড়বে ইতালি, কারণ তাদের খেলতে হবে বেলজিয়াম বনাম পর্তুগাল ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।