করোনা সংক্রমণের মাঝেও আইএসএল চলবে! সাহসী সিদ্ধান্ত ক্লাব ও আয়োজক কমিটির বৈঠকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : স্থগিত হচ্ছে না আইএসএল! এটিই এখন সব থেকে বড় খবর। শনিবার এক্সট্রা টাইম বাংলা আপনাদের জানিয়েছিল যে আয়োজক কমিটি আপাতত টুর্নামেন্ট স্থগিতের কথা ভাবছে না। আর সেই সিদ্ধান্তই গৃহীত হল রবিবার ক্লাব ও আয়োজক কমিটির বৈঠকে।
আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়, যেখানে কোনও ক্লাবের মাঠে নামানোর মত খেলোয়াড় না থাকলে ম্যাচ স্থগিত করে দেওয়া হবে। ফলে ম্যাচ স্থগিত করে করেই আইএসএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। পরবর্তী কোনও তারিখে স্থগিত হওয়া ম্যাচগুলি আয়োজিত হবে, এবং সেই নিয়ে ক্লাবগুলির সাথে পুনরায় বৈঠকে বসবে আইএসএল আয়োজক কমিটি।
আবার, স্থগিত হওয়া ম্যাচগুলি পুনরায় আয়োজন করার জন্য সম্প্রচারকারী সংস্থার সাথেও আলোচনা করবে এফএসডিএল। মূলত সম্প্রচারক সংস্থাই সিদ্ধান্ত নেবে কোন দিন এই ম্যাচগুলিকে পুনরায় আয়োজন করা যায়।
এদিকে রবিবার কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটি এফসির ম্যাচটি শেষ মুহুর্তে স্থগিত করে দেয় আইএসএল কর্তৃপক্ষ। এর জেরে পরপর দুটি ও মোট তিনটি ম্যাচ স্থগিত করা হল আইএসএলের তরফ থেকে।