আইএসএলে এবার রিজার্ভ লিগের আগমণ? ক্লাবগুলির সাথে পরিকল্পনা শুরু করল এফএসডিএল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ভারতীয় ফুটবলকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে কাজ করছে ইন্ডিয়ান সুপার লিগ। বিশ্বমানের বিদেশী ও ভারতীয় খেলোয়াড়দের ক্রমাগত উন্নয়নে আইএসএল নিজের মান বজায় রেখেছে। কিন্তু এখানেই থেমে থাকতে চাইছে না আয়োজকরা, এবার তাদের লক্ষ্য ভারতীয় ফুটবলের ভবিষ্যতকে নিয়ে। আর সেই কারণে সেই ভবিষ্যতের ফুটবলারদের জন্য একটি পৃথক রিজার্ভ লিগের ভাবনা এসেছে।
বিশিষ্ট একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সকল ক্লাবের সিইওর সাথে বৈঠকে টুর্নামেন্টের আয়োজক এফএসডিএল প্রস্তাব রেখেছিল, যেহেতু করোনার জেরে টুর্নামেন্ট ও লিগের সংখ্যা কমে গিয়েছে, সেই কারণে একটি পৃথক রিজার্ভ লিগ আয়োজন করার ভাবনায় রয়েছে তারা, যেখানে মূল ফোকাস দেওয়া হবে অনুর্ধ্ব ২১ ফুটবলাররা ফ্র্যাঞ্চাইজির রিজার্ভ দলের হয়ে এই লিগে খেলতে পারেন। তবে এখানে সুযোগ না পাওয়া খেলোয়াড়দেরও খেলার কথা বলা হয়েছে।
এদিকে এই লিগটি দুই মাস করার পরিকল্পনা করছে এফএসডিএল, যা জানুয়ারি থেকে মার্চ মাস অবধি গোয়ায় জৈব সুরক্ষিত পরিবেশে চলবে। আইএসএলের মতই সুরক্ষা ও মেডিকাল পরিষেবা প্রদান করা হবে।
বলা বাহুল্য, আইএসএলের নয়া গাইডলাইনে এফএসডিএল প্রকাশ করেছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত চারজন তরুণ খেলোয়াড়কে সই করাতে হবে যারা ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মেছে। আর এর মধ্যে দুইজনকে ম্যাচডে এর দলে থাকতে হবে।
এই নিয়ে একটি ক্লাবের কর্মকর্তা বলেছেন, "এটি একটি উন্নয়নমূলক লিগ হবে। আমাদের বলা হয়েছে যে এটি পুরোপুরি ভাবে অনুর্ধ্ব ২১ খেলোয়াড়দের জন্য হবে না। কিন্তু বেশি বয়সী খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া হবে, যেখানে বেশিরভাগ ক্লাবই চাইবে নিজেদের রিজার্ভদের সুযোগ দিতে।"
যদিও এই প্রস্তাবে অধিকাংশ ক্লাবই সহমত পোষণ করেছেন, কিন্তু একটি সমস্যাই তাদের মাথায় ঘুরছে, আর তা হল খরচ। এই উন্নয়নমূলক লিগে খেলতে গেলে বাজেটের চিন্তা রয়েইছে। যেখানে এই রিজার্ভ দলের জন্য আলাদা খরচ রয়েছে, আর তাদের এই লিগে ট্রাভেল ও বসবাসের জন্য অন্তত ৮০ লক্ষ থেকে এক কোটি টাকার বাজেট করতে বলা হয়েছে।
এই নিয়ে আরও একটি ক্লাবের কর্তা বলেছেন, "এই উন্নয়নমূলক লিগ খুবই ভালো পরিকল্পনা, কিন্তু আমি নিশ্চিত নই সকল ক্লাব এই অর্থ খরচ করতে চাইবে কিনা। কিছু উপায় নিশ্চই থাকবে যেখানে খরচ কমিয়ে আনা যায়।"