জমে উঠেছে আইএসএল! প্লে অফের জটিল সমিকরণ বুঝুন খুব সহজেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএল ২০২৩-এর শেষ ধাপের খেলা চলছে। ইতিমধ্যে লিগ শিল্ড জয় করে নিয়েছে মুম্বাই সিটি এফসি। দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ এফসিও সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। প্লে অফের জন্য বাকি রয়েছে চারটি স্থান, যেখানে খেলবে লিগ টেবিলের তৃতীয় স্থান থেকে শুরু করে ষষ্ঠ স্থান পর্যন্ত থাকা দলগুলি।
এই মুহূর্তে আইএসএলের লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কেরালা। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা এটিকে মোহনবাগান এবং পাঁচ নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি ১৮ ম্যাচ খেলে পেয়েছে ২৮ পয়েন্ট। ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে গোয়া এবং ওড়িশা। দুই দলেরই ১৮ ম্যাচ খেলে সংগ্রহ ২৭ পয়েন্ট।
ফলে বাংলার ক্লাব এটিকে মোহনবাগানের প্লে অফে যাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। শুধু প্লে অফে খেলাই নয় তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করাও প্রতিটি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিন এবং চার নম্বরে শেষ করতে পারলে প্লে অফের ম্যাচ নিজের ঘরের মাঠে খেলতে পারবে টিমগুলি।
কেরালা ব্লাস্টার্সের আর ১ পয়েন্ট প্রয়োজন প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য।
এটিকে মোহনবাগানের ৪ পয়েন্ট প্রয়োজন প্লে-অফ নিশ্চিত করার জন্য। এবং প্রথম চারে থাকতে হলে জিততে হবে শেষ দুটি ম্যাচই।
বেঙ্গালুরু এফসি শেষ ম্যাচে গোয়াকে হারালেই পেয়ে যাবে প্লে অফের টিকিট।
এফসি গোয়া এবং ওড়িশা এফসিকে প্লে অফে উঠতে গেলে অবশ্যই শেষ দুটি ম্যাচ তাদের জিততে হবে।