চার বিদেশীতে খেলতে হবে দলগুলিকে, ভারতীয়দের সংখ্যা বাড়িয়ে নয়া গাইডলাইন প্রকাশ আইএসএলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার এফএসডিএল ঘোষণা করেছে, আসন্ন আইএসএলের অষ্টম মরশুম থেকে প্রতিটি দলের প্রথম একাদশে ভারতীয় খেলোয়াড়দের সংখ্যা ছয় থেকে বেড়ে সাতে করা হয়েছে। এর অর্থ, চার বিদেশী নিয়ে কোনও দল মাঠে নামতে পারবে। আর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে উল্লেখযোগ্য।
এদিকে প্রতিটি দল মোট ছয় বিদেশীকে সই করাতে পারবে, যার মধ্যে কেবল চারজন মাঠে নামতে পারবেন। এই চার বিদেশীর একজনকে এএফসির সদস্যভুক্ত দেশের খেলোয়াড় হতে হবে। যদিও মার্কি খেলোয়াড় সইয়ের বিষয়টি লিগের অনুমতিতে সম্পন্ন হবে।
এদিকে ভারতীয় খেলোয়াড়ের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি ছাড়াও উঠতি খেলোয়াড়দের বিষয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আসন্ন আইএসএল থেকে, প্রতিটি ক্লাবকে অন্তত চারজন ডেভেলপমেন্টাল খেলোয়াড় নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হবে, আর এর মধ্যে দুইজন খেলোয়াড়কে অবশ্যই ম্যাচডে স্কোয়াডে রাখতে হবে।
এদিকে একটি ক্লাবে সর্বাধিক খেলোয়াড় রাখার সংখ্যা ৩৫ই থাকবে, যেখানে তিন গোলকিপার সহ আহত কোনও ভারতীয় খেলোয়াড় পরিবর্তনের অপশন রাখা যাবে। এছাড়া স্যালারি ক্যাপ ১৬.৫ কোটি টাকাই রাখা হয়েছে।