এই দিনে শুরু হতে চলেছে আসন্ন আইএসএল! মুখোমুখি এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও গোয়াতেই বসছে আইএসএলের আসর। এফএসডিএল এর তরফে জানা গিয়েছে, আগামী ১৯ নভেম্বর ফতোরদার নেহরু স্টেডিয়ামে শুরু হতে চলেছে আইএসএলের অষ্টম সংস্করণ।
আর গতবারের মত, এবারেও উদ্বোধনী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ সূচি প্রকাশ করবে আয়োজকরা।
এদিকে গোয়ায় প্রস্তুতি শিবির সারতে ইতিমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজি প্রস্তুতি নিতে শুরু করেছে। যা সম্ভাবনা, এএফসি কাপে নাসাফের বিরুদ্ধে ইন্টার জোনাল ম্যাচ খেলার পরেই গোয়ার বায়ো বাবলে প্রবেশ করবে এটিকে মোহনবাগান। সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই গোয়ায় ঢুকবে এটিকে মোহনবাগান।