আইএসএল ২০২১-২২ দ্বিতীয় পর্বে কলকাতা ডার্বি সহ বাংলার দুই প্রধানের ম্যাচের দিনক্ষণ জেনে নিন
Xtratime editor
21st December 2021 12:17
Photo - Google
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এর আগে আইএসএল ২০২১-২২ মরশুমের প্রথম পর্বের সূচি ঘোষিত হয়েছিল, যা ৯ ডিসেম্বর ২০২২ অবধি দেওয়া ছিল। মঙ্গলবার সেই মরশুমের দ্বিতীয় পর্বের সূচি ঘোষিত হল।
আর সকল ভারতীয় ফুটবলপ্রেমীর প্রত্যাশিত কলকাতা ডার্বি অর্থাৎ এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল ম্যাচের দ্বিতীয় পর্ব আয়োজিত হবে ২৯ জানুয়ারি, ফতোরদায়।
এক নজরে দেখে নেওয়া যাক আইএসএল ২০২১-২২ মরশুমের দ্বিতীয় পর্বে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের ম্যাচের দিনক্ষণ -
এটিকে মোহনবাগান -
Photo - Google
১৫ জানুয়ারি ২০২২ - বেঙ্গালুরু এফসি (ফতোরদা) (সন্ধ্যে সাড়ে সাতটা)