সত্যিই কি ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ছেন স্টিফেন কনস্টানটাইন? জানুন সত্যিটা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আপাতত ছুটি কাটাচ্ছে ইস্টবেঙ্গল দল। কিন্তু এই ছুটিই কি ইস্টবেঙ্গল হেড কোচ হিসেবে শেষ হতে চলেছে স্টিফেন কনস্টানটাইনের? বুধবার থেকে একাধিক গুঞ্জন উড়ে আসছে স্টিফেনের বিদায় নিয়ে।
সত্যিই কি স্টিফেন ছাড়ছেন ইস্টবেঙ্গল? যা খবর, তাতে স্টিফেন কনস্টানটাইনের পারফর্মেন্সে একেবারেই খুশি নন ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আগামী কয়েক দিনের মধ্যে বোর্ড মিটিংয়ে বসবে ইমামি ইস্টবেঙ্গল, সেখানে আলোচনা হবে স্টিফেন কনস্টানটাইনকে আদৌ রাখা হবে কিনা। কিন্তু শোনা যাচ্ছে, স্টিফেনকে রাখতে আগ্রহী নয় ইমামি ম্যানেজমেন্ট।
চলতি মরশুমে স্টিফেন কনস্টানটাইনের অধীনে ইস্টবেঙ্গল সেভাবে পারফর্ম করতে পারেনি। ডুরান্ড কাপে গ্রুপ পর্বে বিদায়, আইএসএলে নবম স্থানে শেষ করে ইস্টবেঙ্গল। যদিও আইএসএলে নিজেদের সব থেকে বেশি জয়ের রেকর্ড এই মরশুমে গড়েছে ইস্টবেঙ্গল, এর পাশাপাশি একটি লিগে সর্বাধিক হারের রেকর্ডও গড়েছে ইস্টবেঙ্গল।
ফলে যতই স্টিফেন কনস্টানটাইন বারবার সাংবাদিক বৈঠকে সময়ের অভাবের কথা তুলুন, মরশুম শেষে স্টিফেনের পারফর্মেন্সে খুশি নয় ম্যানেজমেন্ট। এখন এটাই দেখার, আদৌ কি সুপার কাপ অবধি রাখা হবে ইংরেজ এই কোচকে? আগামী কয়েক দিনের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে, এমনটা বলাই যায়।