আইনজীবীকে দিয়ে নিজেদের চুড়ান্ত অপেশাদারিত্ব ঢাকার চেষ্টা এসসি ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অপেশাদারিত্বের চুড়ান্ত নিদর্শন দেখিয়েই চলেছে এসসি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে মাঠের পারফর্মেন্সে তো বটেই, মাঠের বাইরেও খুবই খারাপ উদাহরণ তৈরি করে চলেছে লাল-হলুদ ব্রিগেড।
ক্রোয়েশীয় ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচের শাস্তি নিয়ে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সাথে যেভাবে আচরণ করেছে এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, তা চুড়ান্ত অপেশাদারিত্বের নিদর্শন। কিন্তু সেটি নিয়ে শ্রী সিমেন্ট যে অজুহাত দিয়েছিলেন, তা আরও বেশি অপেশাদারিত্বের লক্ষণ।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসসি ইস্টবেঙ্গল জানায়, তারা আগে থেকে জানত যে পেরোসেভিচের শাস্তি বহাল থাকবে। আর এই হাস্যকর অজুহাতের পরিপ্রেক্ষিতে, বৃহস্পতিবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজমেন্ট, যেখানে তারা জানায় যে তাদের আইনজীবীরা পরামর্শ দিয়েছিল পেরোসেভিচের শাস্তির বিরুদ্ধে আপিল করে লাভ হবে না।
আর এই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রথমত, যদি আইনজীবীরা আপিল না করার জন্য পরামর্শ দিয়েই থাকে, তাহলে কেন ৬০ হাজার টাকা খরচ করে আপিল কমিটির কাছে পেরোসেভিচের শাস্তি কমানোর আবেদন করেছিল এসসি ইস্টবেঙ্গল? যদি আপিল নাই বা করবে, তাহলে কেন আপিল কমিটি শুনানির বৈঠক ডাকবে?
তবে কি আইনজীবীদের কথা না মেনে আপিল করেছে এসসি ইস্টবেঙ্গল? এবং স্রেফ নিজেদের মর্জিমত কাজ করে আপিল কমিটির মত এমন গুরুত্বপূর্ণ একটি কমিটিকে অবমাননা করল লাল-হলুদ ব্রিগেড?
দ্বিতীয়ত, কোন আইনজীবী তার নিজের দলের খারাপের জন্য এমন নেতিবাচক পরামর্শ দেবে? কিভাবে আইনজীবীরা বুঝতে পারল যে শাস্তি কমবে না? এটি কিন্তু বড় প্রশ্নচিহ্ন খাঁড়া করছে এসসি ইস্টবেঙ্গলের এই দাবিতে।
সব মিলিয়ে এটুকু স্পষ্ট, পেশাদারি ফুটবলে এখনও শিক্ষানবিশ এই শ্রী সিমেন্ট। নইলে এই সহজ বিষয়টিকে কি করে এতটা জটিল করতে পারে আইএসএলের একটি দল? শ্রী সিমেন্ট নিজেদের এই অদক্ষতা ও চুড়ান্ত অপেশাদারিত্ব কিন্তু ইস্টবেঙ্গলের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের উপর কালো দাগ ছড়াচ্ছে, সেটি বলাই যায়।