সত্যিই কি সলমন খান আসছেন ইস্টবেঙ্গলে? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কান পাতলেই শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করতে আসতে পারেন বলিউড সুপারস্টার সলমন খান। শোনা গিয়েছে, শুধু সলমন নন, বরং অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, জনপ্রিয় কোরিওগ্রাফার প্রভু দেবা এবং পপ তারকা গুরু রন্ধাওয়াকে নিয়ে জমকালো অনুষ্ঠান হতে পারে ইস্টবেঙ্গলে। কিন্তু সত্যিই কি সলমন খান আসছেন ইস্টবেঙ্গলে?
যা খবর, তাতে সলমন খানকে আনার কোনও উদ্যোগ নেয়নি ইস্টবেঙ্গল ক্লাব। বরং শোনা যাচ্ছে, এক নামী এজেন্সি মারফত ইস্টবেঙ্গল ক্লাবকে প্রস্তাব দেওয়া হয়েছে এই বলিউড সুপারস্টারকে আনার জন্য। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে সলমন খান সহ এই কলাকুশলীদের দিয়ে অনুষ্ঠান করানোর প্রস্তাব দিয়েছিল এই এজেন্সি।
তবে এখনও অবধি খবর, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনও বার্তা বা অনুমতি নেয়নি এই এজেন্সি। এবং ১৩ মে নাগাদ সলমন খানকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠান হওয়ার খবর ছড়িয়েছে, তার সম্ভাবনা এই মুহুর্তে খুবই কম।