রোনাল্ডোর জন্যেই কি সরে যেতে হল ওলে কে .....

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সকালের ঘোষণা অনুযায়ী ওল্ড ট্র্যাফোর্ডে প্রায় তিন বছর দায়িত্বে থাকার পর কোচের পদ থেকে সোলস্কজারকে সরে যেতে হল । এখন চারিদিকে গুঞ্জন একটাই রেড ডেভিলদের কোচের অপসারণ কি সত্যিই তাদের ক্রমাগত খারাপ পারফরমেন্সের ফল নাকি এর পিছনে রয়েছে রোনাল্ডোর মতো মহাতারকাকে দলে রেখে সঠিক ফর্মেশন না করতে পারার ব্যর্থতা।
এ বছরের প্রিমিয়ার লিগে ১২টি ম্যাচের মধ্যে 5 টিতেই হারের মুখ দেখতে হয় ম্যানচেস্টার উনাইটেড কে, তার মধ্যে লিভারপুলের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে ৫ গোল হজম করা আর ম্যানচেস্টার ডার্বি তো আছেই। কিন্তু শনিবাসরিয় ম্যাচে ওয়াটফোর্ডের মতো দলের কাছে ৪-১ এ পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ওলের অপসারণ কার্যত সময়ের অপেক্ষা হয়ে দাড়ায়।
দলের খারাপ পারফর্মেন্স, রোনাল্ডোকে দলে রেখে সঠিক দলগঠনের ব্যার্থ্যতা, ডিফেন্সের ধারাবাহিক চাপ নিতে না পারার ক্ষমতা, এরকম একঝাঁক অভিযোগ নিয়েই সরে যেতে হল ওলে কে।