এটিকে নিয়ে কি এবার বিরক্ত মোহনবাগান সচিব?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২০ সালে সাড়া জাগিয়ে সংযুক্তিকরণ করেছিল এটিকে ও মোহনবাগান। আর তারপর থেকে মোহনবাগান সমর্থকরা বিক্ষোভ শুরু করেছিলেন ক্লাবের নামের আগে থেকে 'এটিকে' শব্দবন্ধনী সরানোর জন্য।
প্রায় তিন বছর এই ক্ষোভ-বিক্ষোভ বজায় থাকলেও সরেনি 'এটিকে'। সোমবার মোহনবাগান মাঠে সিইএসসি বনাম মোহনবাগানের হকি ম্যাচে উপস্থিত মোহনবাগান সমর্থকরা 'রিমুভ এটিকে' স্লোগান দিয়ে চলেছিলেন।
এবার এই নিয়ে সমর্থকদের পাশেই দাঁড়ালেন মোহনবাগান সচিব তথা এটিকে মোহনবাগানের ডিরেক্টর দেবাশিস দত্ত। তিনি বলেছেন, "এই যে সমর্থকরা মাঠে আসছে, তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ হবেই। মোহনবাগান মাঠেই তো দুঃখ প্রকাশ করবে, যত তাড়াতাড়ি সরে যায় সমর্থকদের পক্ষেও ভাল, আমাদের পক্ষেও ভালো।"
এদিকে যেভাবে সদস্য-সমর্থকদের লাঞ্চিত করে দিনের পর দিন মোহনবাগান মাঠে ক্লোজড ডোর প্র্যাক্টিস হয়েছে, সেটি নিয়েও খুশি নন দেবাশিস দত্ত।
জুয়ান ফেরান্ডোর উদ্দেশ্যে দেবাশিস দত্ত বলেছেন, "মোহনবাগান ক্লাব আর একটা কর্পোরেট ক্লাব কখনোই তুলনীয় নয়। মোহনবাগান সমর্থকদের আবেগকে আমরা খেলোয়াড় এবং কোচেদের মধ্যে সংযোগ করতে পারিনি। এই আবেগ বোঝার ব্যাপারে বড় ফাঁক রয়ে গিয়েছে। নাহলে দিনের পর দিন ক্লোজ ডোর প্র্যাক্টিস হতে পারে না। কোচ জুয়ান ফেরান্ডো সমর্থকদের আবেগটা ঠিক ধরতেই পারেনি।"