তবে কি ফেরান্ডোই এটিকে মোহনবাগানের নতুন কোচ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্ভবত এটিকে মোহনবাগানের নতুন কোচ হতে চলেছেন জুয়ান ফেরান্ডো। শোনা যাচ্ছে, আর্থিক দিক থেকে ফেরান্ডোকে নেওয়া এক প্রকার নিশ্চিত করেছে এটিকে মোহনবাগান।
জানা গিয়েছে, এফসি গোয়া ইতিমধ্যেই ফেরান্ডোকে ছাড়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে, এবং ক্লিফোর্ড মিরান্ডাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত করতে পারে।
এদিকে জোসে মোলিনার সাথে কথা চালালেও মোলিনা তেমন গুরুত্ব দেননি, এমনই শোনা গিয়েছে। যার ফলে ফেরান্ডোকেই বেছে নিল এটিকে মোহনবাগান।