ইস্টবেঙ্গলে সত্যিই কি আসছেন ইরাক লিগের গোলমেশিন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে ভালো দল গড়েও তেমন ফল করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। মূলত ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা, বিশেষ করে দিমিত্রিয়স দিয়ামান্টাকোসের খারাপ ফর্মের সৌজন্যে গোলের সামনে গিয়ে ব্যর্থ হয়েছে লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে ফরোয়ার্ড লাইনে জোর বাড়াতে ভালো মানের বিদেশি আনার কাজ করছে ইস্টবেঙ্গল।
এর মধ্যেই নাম আসছে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গুস্তাভো হেনরিক। জাখো স্পোর্টিং ক্লাবের হয়ে চলতি ইরাক স্টার্স লিগে ১৬টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন গুস্তাভো। তবে কী দীর্ঘদেহী এই ফরোয়ার্ড কি আসছেন ইস্টবেঙ্গলে?
যা খবর, বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে। সূত্র মারফত জানা গিয়েছে, এই খেলোয়াড়টির সিভি বিগত বেশ কয়েক দিন ধরে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে ঘোরাফেরা করছিল। তবে ইস্টবেঙ্গল এফসির রিক্রুটাররা আরও ভালো অপশন খুঁজছিলেন। কোচ অস্কার ব্রুজো এমন একজন ফরোয়ার্ড চাইছেন, যিনি নাম্বার ৯ এর পাশাপাশি নাম্বার ১০ এর ভূমিকা, অর্থাৎ বল পায়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাও দেখান।
এই পরিস্থিতিতে গুস্তাভোর সাথে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। আগামী ৩০ জুলাই জাখোর সাথে চুক্তি শেষ হচ্ছে গুস্তাভোর। তবে পুরো বিষয়টাই একেবারে প্রাথমিক পর্যায়ে, কারণ আরও অপশন দেখছে লাল-হলুদ শিবির। ফলে এখনই গুস্তাভোকে লাল-হলুদ জার্সি পরিয়ে স্বপ্ন দেখার কোনও প্রশ্ন নেই, এখন শুধু অপেক্ষা।