স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা? মারাদোনার অকস্মাৎ মৃত্যু নিয়ে এল চাঞ্চল্যকর আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছরের নভেম্বর মাসে কার্যত সকলকে চমকে দিয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনা। যদিও মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কারণ বলা হলেও এই অকস্মাৎ মৃত্যু নিয়ে সন্দেহের উদ্রেগ হয়েছে। আদৌ কি এটি স্বাভাবিক মৃত্যু, নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ফুটবলের রাজপুত্রকে?
আর এই সন্দেহে এবার এল নয়া মোড়। মৃত্যুর আগে অবধি মারাদোনার চিকিৎসার সাথে যুক্ত সাতজনের বিরুদ্ধে অনৈচ্ছিক নরহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নিউরোসার্জেন লিওপোল্ডো লুক এবং মনোবিদ অগাস্টিনা কোসাকোভ। এছাড়া আরও এক মনোবিদ, এক ডাক্তার, দুই নার্স এবং এক নার্স পরিচালকও এই অপরাধে অভিযুক্ত হয়েছেন।
মারাদোনার মৃত্যুর পরেই তার আইনজীবী মাতিয়াস মোরিয়া টুইট করে বলেছিলেন, "অ্যাম্বুলেন্স আসতে আধ ঘন্টার বেশি সময় লাগিয়েছে, যা ক্রিমিনাল অপরাধের সমান।" এদিকে চলতি মাসের শুরুতে একটি মেডিকাল বোর্ড যাবতীয় তদন্ত করে একটি রিপোর্ট আইনজীবীদের প্রেরণ করেছে। যাতে বলা হয়েছে যে ৬০ বছর বয়সী মারাদোনা মৃত্যুর আগে ১২ ঘন্টা ধরে গভীর শোকের মধ্যে ছিলেন, সেই সময় তার চিকিৎসার যথাযথ যত্ন নেওয়া হত না, এবং সঠিকভাবে হাসপাতালে ভর্তি করা হলে আজ তিনি বেঁচে থাকতেন।
এছাড়া সেই মেডিকাল রিপোর্ট এও বলা ছিল যে মারাদোনার জীবন ঝুঁকির বিষয়ে যাবতীয় নিয়মবিধি অগ্রাহ্য করা হত এবং গত ১২ ঘন্টা ধরে দীর্ঘকালীন শোকাচ্ছন্ন ছিলেন তিনি। এছাড়া মৃত্যুর সময়ে মারাদোনা একটি ভাড়া করা বাড়িতে থাকতেন।
যদিও অভিযুক্ত নিউরোসার্জেন লুকের আইনজীবী জানিয়েছেন যে এই রিপোর্টের যাবতীয় তথ্য সাজানো এবং একপক্ষ, যা কোনওভাবেই বৈজ্ঞানিক নয়। তবে মারাদোনার এই মৃত্যু নিয়ে জোর চক্রান্ত রয়েছে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।