আবারও কি ইস্টবেঙ্গলে ফিরছেন আলেহান্দ্রো?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ইস্টবেঙ্গল সমর্থকরা কার্যত হতাশায় দিন কাটাচ্ছেন। ফুটবল দল নিয়ে অনিশ্চয়তা, কবে হবে ইনভেস্টরের সাথে সই - এই সব নিয়ে বেশ চিন্তিত সমর্থকরা।
এবং নিজেদের আশা রাখতে ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করতে বসেন ২০১৮ সালটি, যেই সময় দলের সাফল্য দুর্দান্ত ছিল। এবং সেই সাফল্যের কান্ডারি ছিলেন স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। সবার প্রিয় আলে স্যারের অধীনে ইস্টবেঙ্গল সেবার আইলিগে দুর্দান্ত পারফর্ম করেছিল, অল্পের জন্য খেতাব হাতছাড়া করেছিল। আর সেই মরশুমে মোহনবাগানের বিরুদ্ধে দুটি জয়ও তুলে নিয়েছিল আলের ইস্টবেঙ্গল।
এবং এই হতাশার সময়ে ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করে থাকেন, আবারও যেন আলেহান্দ্রো কোচ হয়ে ফিরুন লাল-হলুদে। এবার কার্যত সেরকম ইঙ্গিত দিয়ে বসলেন আলেহান্দ্রো।
মঙ্গলবার জন্মদিন উপলক্ষ্যে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকদের শুভেচ্ছা পেয়েছিলেন আলেহান্দ্রো। এবং দিনের শেষে তাদের ধন্যবাদ জানাতে গিয়ে আলে স্যার লেখেন, "ইস্টবেঙ্গলের সকল সমর্থকদের ধন্যবাদ আমার জন্মদিনে আপনাদের শুভেচ্ছার জন্য। আশা করি শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে।"
আর এই বার্তা নিয়েই উঠেছে জল্পনা। তবে কি আগামী মরশুমে ইস্টবেঙ্গলের কোচ হয়ে ফিরছেন আলেহান্দ্রো? যদিও সে সম্ভাবনা কমই বলা যায়। ক্লাব ছাড়ার পর একাধিকবার আলেহান্দ্রো প্রকাশ করেছিলেন, তিনি আর ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করাবেন না। কিন্ত সেই অভিমান কি মেটার পথে? উত্তর সময়ই বলবে।