রিপোর্ট : ইরানের নাগরিকত্ব ছেড়ে ভারতের হয়ে খেলার জন্য তৈরি ওমিদ সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মনে পড়ে ওমিদ সিংকে? ২০২০ সালে ইস্টবেঙ্গল প্রাক চুক্তিতে সই করিয়েছিল ইরানীয় এই উইঙ্গারকে। কিন্তু শ্রী সিমেন্ট আসার পর ওমিদকে আর নেওয়া হয়নি দলে। যার পর নানা বিতর্ক তৈরি হয়েছিল।
ইরানীয় হলেও ভারতীয় বংশোদ্ভূত ওমিদ, ওনার বাবা একজন পাঞ্জাবি। এবং ভারতীয় পাসপোর্ট নেওয়ার যোগ্য ওমিদ। এবার যা খবর, তাতে ইরানীয় নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে চলেছেন ওমিদ।
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, ভারতের নাগরিকত্ব নিতে তৈরি ওমিদ। এই নিয়ে ওমিদ এক সাক্ষাৎকারে বলেছেন, "আমার হৃদয় ভারত ও ভারতের বাসিন্দাদের সাথে রয়েছে, এবং আমি ভারতে থেকে এই দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি হব।"
"আমার পরিবার, কাছের বন্ধুরা সকলে আমায় ভারতের জাতীয় দলের হয়ে খেলতে দেখতে চায়। ওরা মনে করে ভারতের হয়ে আমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। ইরানীয় জাতীয় দলে শক্তিশালী একটি মাফিয়া কাজ করছে এবং ওরা কেবল ওদের খেলোয়াড়দেরই সুযোগ দেয়। অর্ধেক ইরানীয়দের জন্য খুব কঠিন হয়।"
ইরানের সর্বোচ্চ ফুটবল লিগে ১০০ এর বেশি ম্যাচ খেলেছেন ওমিদ। নাফত মাসজেদ সোলেমান, এস্তেঘাল খুজেস্তান, পার্স জোনোউবি ও নাসাজির মত ক্লাবের হয়ে খেলেছেন ওমিদ। এই মুহুর্তে ওসিআই কার্ড রয়েছে ওমিদের, এবং অন্তত এক বছর লাগবে ওমিদের ভারতীয় পাসপোর্ট অধিগ্রহণ করতে।
এই মুহুর্তে ওমিদ একজন ফ্রি খেলোয়াড়। এবং ভারতে আসার জন্য ইরান বা অন্য কোনও দেশের ক্লাবের প্রস্তাব গ্রহণ করেননি বলেই জানিয়েছেন এই উইঙ্গার।