সরকারের প্রতিবাদে বিশ্বকাপের মঞ্চে জাতীয় সঙ্গীত গাইল না ইরান, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ফিফা বিশ্বকাপে গ্রুপ বি-এর ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইরান। এবং এই ম্যাচে জাতীয় সঙ্গীত না গেয়ে নজর কাড়েন ইরানের ফুটবলাররা।
এই নিয়ে ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবাকশ জানিয়েছে, ইরানে হওয়া দুর্ভাগ্যজনক ঘটনার প্রতিবাদে জাতীয় সঙ্গীত না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়েরা।
এই মুহুর্তে ইরানে গত দুই মাস ধরে আন্দোলন চলছে। যার মূল কারণ হল প্রগতিশীল নারী ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যু। মূলত ইরানীয় মহিলাদের পোশাক ও অধিকার নিয়ে লড়াইয়ের জন্য তেহরানে গ্রেফতার করা হয়েছিল মাহসাকে, যার তিন দিন পর মারা যান মাহসা।
আর এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বলা বাহুল্য, চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে নারীদের সমতার জন্য লড়াইয়ের ডাক দিয়েছিলেন চেন্নাইন এফসির বাফা হাকামেনশি।