এএফসি কাপের জন্য তৈরি হাবাস, খেলোয়াড়দের মধ্যে সেরাটা দেখতে চান সবুজ-মেরুণের হেডস্যার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এএফসি কাপের মূলপর্ব খেলার জন্য আগামী কয়েক দিনের মধ্যেই মালদ্বীপ রওনা দেবে এটিকে মোহনবাগান। আর সেই নিয়ে জোরদার প্রস্তুতি চলছে কলকাতায়। তবে দলে এসেছে বেশ কিছু বদল, একাধিক নয়া খেলোয়াড় যুক্ত হয়েছে দলে। ফলে কোচ আন্তোনিও হাবাসের কাছে এটি একটি নয়া চ্যালেঞ্জ।
এএফসি কাপে যাওয়ার আগে এটিকে মোহনবাগান মিডিয়ার সাথে সাক্ষাৎকারে সেই চ্যালেঞ্জের বার্তাই দিলেন হাবাস। তিনি বলেছেন, "আমাদের আবার নতুন করে সব কিছু গুছিয়ে নিতে হবে। এই দলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রতিদিন অনুশীলনে আমাদের উন্নতি হচ্ছে। আমাদের দলে থেকে ভালো প্রেজেন্টেশন রয়েছে।"
এদিকে খেলোয়াড়দের উপর কি বার্তা দিয়েছেন হাবাস। এই নিয়ে তিনি বলেছেন, "আমাদের আরও বেড়ে উঠতে হবে। গত মরশুমে আমরা অনেকটাই উন্নতি করেছিলাম। আমাদের আরও বেশি উদ্যোগ দেখাতে হবে। খেলোয়াড়রা মাঠে গিয়ে নিজেদের সেরাটা দিতে হবে।"
দলে দুই নয়া বিদেশী জনি কাউকো ও হুগো বৌমোসকে গত এক সপ্তাহ অনুশীলনে দেখেছেন আন্তোনিও হাবাস। দুই নয়া সদস্যকে নিয়ে হাবাস বলেছেন, "আমার মনে হয় ওরা খুবই ভালো খেলোয়াড়। হুগো গত আইএসএলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, জনি কাউকো খুবই বড় একজন খেলোয়াড়। আক্রমণ ও রক্ষণের সুন্দর মেলবন্ধন রয়েছে। আমার মনে হয় এই দুই খেলোয়াড় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।"
রয় কৃষ্ণা-হুগো বৌমোসের মত তারকা আক্রমণভাগ নিয়ে কি এটিকে মোহনবাগান গতবারের থেকে আরও বেশি আক্রমণাত্মক হবে? এই নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "তেমন ভাবে বলা যায় না। ম্যাচ অনুযায়ী খেলতে হবে। আক্রমণ ও রক্ষণের মধ্যে সামঞ্জস্য আনতে হবে, এটাই ফুটবল। আপনাকে সেই সামঞ্জস্য খুঁজতে হবে।"
গত মরশুমে কার্যত ট্রফিলেস ছিল এটিকে মোহনবাগান। সেখান থেকে কি মোটিভেশন নিয়ে এএফসি কাপে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড। এর জবাবে হাবস বলেছেন, "আমরা কেবল মুম্বই সিটি এফসির কাছে হেরেছি। বাকি গ্রুপ ও সেমি ফাইনালে আমরা ভালো খেলেছি। এবার সেই চাহিদাকে আরও বেশি বাড়াতে হবে। আমাদের এবারের লক্ষ্য থাকবে লিগ জেতা, আইএসএল জেতা।"
তবে কেবল দুই সপ্তাহের প্রস্তুতি কি যথেষ্ট এএফসি কাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার জন্য? চিন্তিত ভাষায় হাবাস বলেছেন, "অবশ্যই বিদেশী খেলোয়াড়রা একই সময় আসতে পারেনি করোনার জন্য। কিন্তু আমি একই কথা বলব, কোনও অজুহাত নয়। আমাদের সামনে যে চ্যালেঞ্জ আসবে আমরা তা লড়বই।"
এএফসি কাপে এটিকে মোহনবাগানের সামনে রয়েছে বসুন্ধরা কিংস ও মাজিয়া এফসি, এছাড়া প্লে অফস জিতে আসার সুযোগ রয়েছে বেঙ্গালুরু এফসিরও। প্রতিপক্ষদের নিয়ে হাবাসের বার্তা, "বেঙ্গালুরু এফসিও একেবারে নতুন টিম, ওরা বেশ কিছু নতুন খেলোয়াড়কে এনেছে। আমাদের কাছে প্রতিপক্ষদের বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে।"
এএফসি কাপ জেতার বিষয়ে হাবাস বলেছেন, "আমি জানি না, কারণ আমাদের খেলতে হবে। আমরা জানি না আমাদের প্রতিপক্ষদের গুণমান সম্বন্ধে, তাই অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।"
সব শেষে, এটিকে মোহনবাগানের আর এক তারকা ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস আগামী দুই-একদিনের মধ্যে চলে আসবেন, এমনই আশ্বাসবাণী দিয়েছেন কোচ আন্তোনিও হাবাস লোপেজ।