সুব্রত কাপে বাংলার হয়ে দাপট দেখাচ্ছে ইনফোকাস ইন্ডিয়া পাব্লিক স্কুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সুব্রত কাপে সুযোগ করে নেওয়ার জন্য অল ইন্ডিয়া সিবিএসসি স্কুল গুলিকে নিয়ে প্রি-সুব্রত ইন্টারন্যাশনাল কাপ একটি টুর্নামেন্টটি হয়। এটি সারা ভারতবর্ষের সিবিএসসি স্কুল গুলিকে নিয়ে হরিয়ানার ভূনাতে খেলতে গিয়েছিল বাংলা থেকে ইনফোকাস ইন্ডিয়া পাব্লিক স্কুল। সেখানে সারা ভারতবর্ষের সেরা সিবিএসসির স্কুল গুলির মধ্যে থেকে সেরা হয়ে ফেরে ইনফোকাস ইন্ডিয়া পাব্লিক স্কুল। ফলে সেখান থেকেই মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে তারা।
সুব্রত কাপ প্রতি বছরের মত এবছরও অনূর্ধ্ব ১৭ মহিলাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে সুব্রত কাপ ২০২৩। সেখানে গ্রুপ 'C' তে রয়েছে বাংলা থেকে ইনফোকাস ইন্ডিয়া পাব্লিক স্কুল। এই গ্রুপে রয়েছে সিকিমের একটি স্কুল, মালদার হাতিমারি স্কুল ও হরিয়ানার একটি স্কুল।
আরও পড়ুন: “আমি একমাত্র বিশ্বকাপ জয়ী ফুটবলার যে তাঁর ক্লাবে স্বীকৃতি পায়নি”-বিস্ফোরক মেসি
সুব্রত কাপের প্রথম ম্যাচে বুধবার মালদার হাতিমারি স্কুলের বিরুদ্ধে নেমেছিল বাংলার ইনফোকাস ইন্ডিয়া পাব্লিক স্কুল। এই ম্যাচে ৩-১ গোলে জেতে ইনফোকাস ইন্ডিয়া পাব্লিক স্কুল। জোড়া গোল করেন বৃষ্টি দেবনাথ। শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে নামছে বাংলারইনফোকাস ইন্ডিয়া পাব্লিক স্কুল।