আইএফএ শিল্ড এবার অস্ট্রেলিয়ায়!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ড এখন ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পরেছে। এবার ঐতিহ্যশালী শিল্ড খেলা হবে অস্ট্রেলিয়ার মাটিতে। ২৬ নভেম্বর ২০২২ ভারতের ৭৫তম স্বাধীনতার উপলক্ষে 'বন্দে ভারত' অনুষ্ঠানে আইএফএ শিল্ড অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে চলেছে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি এবং ভারতীয়রা এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি আয়োজন করতে চলেছে, যা অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায় দ্বারা আয়োজিত প্রথম ফুটবল টুর্নামেন্ট। পূর্বে এই শিল্ড টুর্নামেন্ট আমেরিকা এবং ব্রিটেনে অনুষ্ঠিত হয়েছে।
ইতিমধ্যে বেশ কিছু বিখ্যাত প্রাক্তন ভারতীয় ফুটবলাররা ভিডিও বার্তা দিয়েছেন। বর্তমান আইএফএ সচিব, অনির্বান দত্ত এই টুর্নামেন্টকে সমর্থন করছেন। এছাড়াও টুর্নামেন্টের জন্য মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত ৫০ টি মোহনবাগান ক্লাবের জার্সি পাঠিয়েছেন।
খবর অনুযায়ি, আইএফএ অস্ট্রেলিয়া আয়োজকরা চাইছেন ভারতীয় ফুটবলকে বিশ্ব ফুটবলের কাছে পৌছে দিতে এবং ভারটীয় ফুটবল সমর্থকদের ফুটবলের প্রতি অগাধ ভালোবাসার সম্পর্কে গোটা বিশ্বকে জানাতে।
টুর্নামেন্টে যেসমস্ত দল অংশগ্রহণ করবে তাদের জন্য মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের তরফে জার্সি সরবরাহ করা হবে।
গ্যানভিল সেন্টারে দুপুর ২টো থেকে শুরু হতে চলা শিল্ড, ৪টি পর্যায় হবে। ছেলেদের টুর্নামেন্টটিতে মোট ৪টি দলের প্রতিটি দলে ৬ জন ফুটবলার থাকবেন। মহিলাদের জন্য থাকছে পেনাল্টি শুট আউটের ব্যবস্থা। ১৬ জন মহিলা ফুটবলার অংশগ্রহণ করবেন।
এছাড়াও শিশুদের জন্যেও আয়োজন করা হয়েছে টুর্নামেন্টের। যেখানে দুটি দল খেলবে ৬ জন খেলোয়াড় নিয়ে। বয়স্কদের জন্যেও থাকছে ১৬ জনের পেনাল্টি শ্যুট আউট।