এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ভারতের সরাসরি জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা! রয়েছে এই সমীকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে এফসি গোয়ার অংশগ্রহণ ইতিহাস তৈরি করেছে ভারতীয় ফুটবলে। আইএসএলের লিগ পর্যায়ে প্রথম স্থানাধিকারী দলকে এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে সরাসরি স্থান দেওয়া হয়। গতবার এফসি গোয়া করেছিল, এবার তা করতে চলেছে মুম্বই সিটি এফসি।
কিন্তু এমন অবস্থা এসে দাঁড়িয়েছে, যেখানে আগামী ২০২৩ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা নাও পেতে পারে ভারতের কোনও ক্লাব। এক্ষেত্রে এএফসির একটি র্যাঙ্কিং সিস্টেম থাকে, যেখানে এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপে ক্লাবের পারফর্মেন্সের হিসেবে সেই দেশের র্যাঙ্কিং করা হয়। আর সেখানে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে ভারত।
গত বছর এএফসি কাপে চেন্নাই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসির হতাশাজনক পারফর্মেন্সের ভিত্তিতে অনেক পয়েন্ট খুঁইয়েছে ভারত। এর জেরে ওয়েস্ট জোনে দ্বাদশ স্থানে রয়েছে ভারত। তাদের আগে রয়েছে বাংলাদেশ ও তাজিকিস্তান।
এই পরিস্থিতিতে এবার ভরসা রাখতে হবে এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসির উপর। বর্তমানে বাংলাদেশের সাথে মাত্র ০.৭ পয়েন্টের তফাতে রয়েছে ভারত। এদিকে তাজিকিস্তানের সাথে ২.৯ পয়েন্টে পিছিয়ে আছে ভারত। এই পরিস্থিতিতে কি সমীকরণে ভারত সরাসরি যোগ্যতা অর্জনের জায়গা অর্থাৎ ওয়েস্ট জোনে দশম স্থানে আসতে পারবে?
ভারতকে অতি অবশ্যই তাজিকিস্তানের পয়েন্ট টপকাতে হবে। যদি তাজিকিস্তানের পয়েন্ট সমান থাকে, তাহলে ভারতের তিনটি ক্লাবকে অন্ততপক্ষে ৫.০১ পয়েন্ট যোগাড় করতে হবে। অর্থাৎ কমপক্ষে তিনটি ম্যাচ জিততেই হবে ভারতীয় ক্লাবগুলিকে। গ্রুপ পর্বে দুটি ও ইন্টার জোনাল সেমি ফাইনালে জয় প্রয়োজন। ফলে নকআউট পর্বে যাওয়া জরুরি কোনও একটি ক্লাবের।
এদিকে যদি এটিকে মোহনবাগান গ্রুপ লিগের শেষ ম্যাচে বসুন্ধরা কিংসকে হারায়, তাহলে বাংলাদেশের থেকে উপরে চলে যাবে ভারত, এটি নিশ্চিত। এদিকে বেঙ্গালুরুকেও নিজেদের শেষ ম্যাচে হারাতে হবে মাজিয়া স্পোর্টসকে।