ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে বিশেষ পরামর্শ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসির যুব দল ব্রিটেনে খেলতে গিয়েছে নেক্সট জেন কাপ টুর্নামেন্টে খেলতে। আর সেই টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের অ্যাকাডেমির দলগুলির বিরুদ্ধে খেলতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু ও কেরালা দলের তরুণ ফুটবলাররা ইংল্যান্ডের উচ্চমানের ফুটবলের অভিজ্ঞতা অর্জন করছে, তা বলাই যায়।
এবং এই টুর্নামেন্ট চলাকালীন বেঙ্গালুরু ও কেরালা দলের ফুটবলারদের সাথে বিশেষ আলাপচারিতায় যোগ দেন লেস্টার সিটি এফসির প্রিমিয়ার লিগ জয়ী অধিনায়ক ওয়েস মর্গ্যান। তিনি মনে করেন, আধুনিক ফুটবলের বিশ্বায়নের সুযোগ নিতে পারে ভারতীয় তরুণরা। এছাড়া এফএসডিএল ও প্রিমিয়ার লিগের সম্পর্ক নিয়ে আশাবাদী মর্গ্যান।
এই নিয়ে ওয়েস মর্গ্যান বলেছেন, "আশা করি প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবলের সাথে এই পার্টনারশিপ ভারতের তরুণদের উৎসাহিত করবে যারা খেলছে এবং এই খেলার অনুরাগী। নিশ্চিতভাবে অনেকেই টিভিতে খেলা দেখে এবং তাদের পছন্দের দল ও খেলোয়াড় রয়েছে।"
"আমার মনে হয় ফুটবল অনেক বেশি মুক্ত হয়েছে এবং সর্বত্র ছড়িয়ে পড়েছে। আশা করছি ওরা নিজেদের মত খেলোয়াড়ই মাঠে খুঁজছে, তাদের আত্মবিশ্বাস দিচ্ছে খেলা উন্নত করার জন্য এবং আশা করি এক দিন প্রিমিয়ার লিগ বা যে কোনও লিগে খেলার স্বপ্ন ওরা পূরণ করতে পারে।"
বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স যুব দলের খেলোয়াড়দের সাথে কথা বলে বেশ খুশি হয়েছেন মর্গ্যান। তিনি বলেছেন, "বেঙ্গালুরু ও কেরালা ব্লাস্টার্সের ছেলেদের সাথে কথা বলে ভালো লেগেছে। ওদের খুব অনুপ্রাণিত ও আগ্রহী দেখিয়েছে। আশা করি আমরা ওদের কিছুটা হলেও আমাদের জীবন থেকে জ্ঞান বা অভিজ্ঞতা দিতে পেরেছি যা প্রয়োগ করলে তাদের সাহায্য করবে এবং আরও ভালো ফুটবলার হিসেবে নিজেদের তুলে ধরবে।"
শেষে উঠতি ভারতীয় ফুটবলারদের উদ্দেশ্যে ওয়েস মর্গ্যান বলেছেন, "যাই তোমার স্বপ্ন বা লক্ষ্য থাকুক না কেন, পরিশ্রম কর এবং নিজের সেরাটা দেওয়াটা জরুরি। তুমি চাইছে কোনও কিছুই অর্জন করতে পারো, কিন্তু কঠিন পরিশ্রম ও সংকল্প ছাড়া সেটি অর্জিত হবে না, তখন বিষয়টি আলাদা হবে। সেটিই হবে স্বপ্ন, সেটিই হবে লক্ষ্য, আর সেটিই হবে টার্গেট।"