কেরালায় জাতীয় দলের প্রস্তুতি শিবির আয়োজন নিয়ে চিন্তায় রয়েছেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবল ও জাতীয় দলকে নিয়ে বড়সড় চিন্তাভাবনার কথা আগেই জানিয়েছিলেন ইগর স্টিম্যাচ। এবং তিনি এও জানিয়েছিলেন, আগামী সেপ্টেম্বর মাস নাগাদ কেরালায় জাতীয় দলের প্রস্তুতি শিবির আয়োজন করতে চান।
কিন্তু এই সময়ে সেই প্রস্তুতি শিবির ও ভারতীয় ফুটবলের সিস্টেম নিয়ে চিন্তিত বার্তাই শোনা গেল জাতীয় দলের হেড কোচের তরফ থেকে। বিয়ন্ড দ্য স্কোরস পডকাস্টে সেই চিন্তার কথাই জানালেন স্টিম্যাচ।
কেরালায় প্রস্তুতি শিবির করা নিয়ে স্টিম্যাচ বলেছেন, "আমার ইচ্ছা ছিল সেপ্টেম্বরে অন্তত দুই সপ্তাহের শিবিরের আয়োজন করার, আর তার মাঝে কেরালা ব্লাস্টার্স ও দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার। তবে, আমরা এমন একটি পরিস্থিতিতে পড়ে গিয়েছি যেখানে আমরা কেবল আইএসএল বা আইলিগ দলগুলির বিরুদ্ধেই খেলা আয়োজন করতে পারব।"
এই নিয়ে স্টিম্যাচ আরও বলেন, "আমরা কেরালায় শিবির আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু এখনও অবধি, আমি খুবই চিন্তিত রয়েছি আদৌ আমরা কোনও শিবিরের আয়োজন করতে পারব কিনা। কারণ এখানে কেউ নেই বাজেট পাশ করানোর মত।"
এদিকে স্টিম্যাচ এও উল্লেখ করেছেন, কোনও বিদেশী দল ভারতের বিরুদ্ধে ভারতে খেলতে আসতে চাইবে না। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, "আমাদের সমর্থকরা আমাদের সব থেকে বড় শক্তি। কিন্তু কেউ ভারতে এসে আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে না। তাই আমাদের নিশ্চিত করতে হবে যাতে সবাইকে আনা যায়। আমাদের অর্থ দিতে হবে ওদের আনার জন্য।"
আইএসএল ক্লাবগুলির ভারতীয় ফুটবলারদের বিপুল অর্থের মাধ্যমে রেখে দেওয়ার এই বিষয়টি একেবারে পছন্দ নয় স্টিম্যাচের। তিনি বলেছেন, "আইএসএল ক্লাবগুলি ভারতীয় খেলোয়াড়দের অতিরিক্ত অর্থ দিচ্ছে, যাতে তারা অন্য কোথাও না পাড়ি দেয়। এতে চ্যালেঞ্জের জন্য তাদের খিদে মরে যাচ্ছে। এই মুহুর্তে, ভারতের ফুটবলে এমন পরিস্থিতি আমার একেবারেই পছন্দ নয়।"