২ আগস্ট থেকে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন শুরু করার ভাবনায় আইএফএ

সব্যসাচী ঘোষ : শনিবার আইএফএ অফিসে মিলিত হয় কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর দলগুলি। মূলত অবনমন এবং লিগের লটারি সিকুয়েন্স করা নিয়েই এই আলোচনা হয়।
বৈঠকের পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, আগামী ২ আগস্ট থেকে লিগ শুরুর পরিকল্পনায় রয়েছে তারা। এবং এই নিয়ে দ্রুত কাজ সারছে আইএফএ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়ার ডিভিশন শেষ করার ভাবনায় রয়েছে তারা। গত বছরের মত এই বছরও থাকছে না অবনমন।
আপাতত ১১টি দলকে নিয়ে রাউন্ড রবিন ফর্ম্যাটে প্রথম রাউন্ড খেলা হবে। এরপর প্রথম রাউন্ড থেকে শীর্ষ তিন দল ও এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে নিয়ে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। সেই রাউন্ডের শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন।
এদিকে গতবারের তুলনায় আরও বেশি মাঠে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ আয়োজনের কথা জানিয়েছেন আইএফএ সচিব। পাশাপাশি পঞ্চম ডিভিশন সহ কলকাতা লিগের নিম্নতর পর্যায়ে মাঠের দুর্ব্যবস্থা নিয়ে আইএফএ কাজে নেমে পড়েছে, সে নিয়ে নিশ্চয়তা দিয়েছেন আইএফএ সচিব।