আইএফএ সচিবের কড়া বার্তা, এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান ছাড়াই চলবে কলকাতা লিগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার যখন এসসি ইস্টবেঙ্গলের একের পর এক দলবদলের আপডেট সামনে আসছিল, তখনই বড় ধাক্কা আসে দুই প্রধানের জন্য। কলকাতা লিগ না খেলার জন্য এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল আইএফএ।
কিন্তু পরেই তা খুলে দেয় বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। এক্সট্রা টাইম বাংলার সাথে ফোনালাপে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছেন, বিষয়টি জানার পর এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের তরফ থেকে ফোন ও ইমেল করা হয়। আর তারপর দুই ক্লাবের স্বার্থে বিকেল সাড়ে চারটের সময় সিস্টেম খুলে দেয় আইএফএ।
এদিকে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান না থাকলেও কলকাতা লিগ চলবে, সে নিয়ে বার্তা দেন জয়দীপ। এদিন আইএফএ অফিসে কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ এর সবকটি ক্লাবের সাথে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। এছাড়া স্পনসর ও সম্প্রচারকারীরাও এই বিষয়ে সম্মতি জানিয়েছে।
তবে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল যাতে কলকাতা লিগ খেলুক, সেটি চাইছেন আইএফএ সচিব। তিনি জানিয়েছেন, প্রয়োজনে আবারও সূচি পরিবর্তন করা হবে দুই ক্লাবের জন্য। এটিকে মোহনবাগানকে খেলার জন্য পুনরায় চিঠি দিয়েছে আইএফএ। এদিকে সিস্টেম খোলার জেরে যেহেতু খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে ইস্টবেঙ্গল, ফলে লাল-হলুদ ব্রিগেডের কলকাতা লিগ খেলার বিষয়ে আশাবাদী আইএফএ সচিব।