কলকাতা লিগ-ডুরান্ডের দ্বন্দ্ব নিয়ে চিন্তায় আইএফএ! বৈঠকে নেই এটিকে-মোহনবাগানের কর্মকর্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন চিন্তায় পড়ল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। আর কয়েক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাব কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার এ ডিভিশনের খেলা। এরই মাঝে জল্পনা, ডুরান্ড কাপেরও আয়োজন হতে চলেছে এই বাংলায়। এবং জোর সম্ভাবনা, কলকাতা লিগের মাঝেই আয়োজিত হতে পারে ডুরান্ড।
আর এই নিয়ে বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বসে আইএফএ। যেখানে বেশিরভাগ ক্লাব, এমনকি এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার উপস্থিত ছিলেন। তবে আসার প্রতিশ্রুতি দিয়েও আসেননি এটিকে-মোহনবাগানের কোনও প্রতিনিধি। তবে এই বৈঠকে দুটি বিষয় নিয়ে কথা হয়। এক হল, ডুরান্ড-কলকাতা লিগ দ্বন্দ্ব, আর দ্বিতীয়ত, প্রিমিয়ার ডিভিশন এ তে অবনমন রাখা হবে কিনা।
এই নিয়ে এক্সট্রা টাইম বাংলার সাথে বিশেষ ফোনালাপে আইএফএ সহ সভাপতি পার্থ সারথী গাঙ্গুলি জানিয়েছেন যে, এদিনের বৈঠকে সমস্ত ক্লাব সর্বসম্মতিতে জানিয়েছে যে, এবারের কলকাতা লিগে কোনও অবনমন থাকবে না। আর এই নিয়মই এই বছর লিগে রাখতে চলেছে আইএফএ।
এদিকে ডুরান্ড নিয়ে আইএফএ অত্যন্ত কড়া। যদি ডুরান্ড ও কলকাতা লিগ একসাথে হয়, তাহলে আমন্ত্রিত বড় ক্লাবগুলি কোন লিগ খেলবে, সে নিয়ে দ্বন্দ্ব থাকবেই। তবে আইএফএ সহ সভাপতি জানিয়ে দিয়েছেন, যদি ডুরান্ড খেলে, তাহলে যেন আইএফএর কাছ থেকে অনুমতি নেয় ক্লাবগুলি। তবে ডুরান্ড হওয়া নিয়ে কোনও বিরোধিতা করছে না আইএফএ।