কলকাতা লিগে না খেলার শাস্তি! নয়া খেলোয়াড় আনতে পারবে না ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে নামেনি এটিকে মোহনবাগান, এদিকে এসসি ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও লিগে নামা অনিশ্চিত। এই পরিস্থিতিতে দুই প্রধানের উপর প্রচন্ড ক্ষুব্ধ আইএফএ। আর তাই বাংলার ফুটবল নিয়ামক সংস্থা এই দুই ক্লাবকে দিল কড়া শাস্তি।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্ট্রালাইজ রেজিস্ট্রেশন সিস্টেমে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের অ্যাকসেস বন্ধ করে দিয়েছে আইএফএ। এক্ষেত্রে ফেডারেশনের কোনও হাত নেই, পুরো ব্যাপারটাই আইএফএর কাজ।
এর ফলে, এরপর থেকে নতুন কোনও খেলোয়াড়কে লোনে ও পুরোপুরি সই করালে তাকে রেজিস্টার করতে পারবে না এই দুই ক্লাব। এই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেছেন, "এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের কলকাতা লিগ খেলার কথা ছিল, আমরা ওদের জন্য লিগের সূচিতে পরিবর্তন এনেছিলাম, কিন্তু ওরা খেলছে না। এই কারণে আমরা ওদের অ্যাকসেস বন্ধ করে দিয়েছি।"
এদিকে এই নিয়ে আজ বিকেল চারটের সময় আইএফএ অফিসে বৈঠকে বসবে দুই প্রধানের কর্তারা। সেখানে যদি আইএফএকে মানাতে পারে দুই প্রধান, তবেই সমস্যা মিটবে। নইলে নয়া খেলোয়াড় আনতে পারবে না ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান।