২০ জুলাই থেকে শুরু হতে চলেছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন, বৈঠকে নেই মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার আইএফএ অফিসে কলকাতা লিগের প্রিমিয়ার এ গ্রুপের দলগুলিকে নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এই বৈঠকে লিগের বাকি দলগুলির প্রতিনিধিরা থাকলেও ছিল না এটিকে মোহনবাগান। যার ফলে লিগে সবুজ-মেরুণ ব্রিগেডের উপস্থিতি নিয়ে সংশয় আরও বাড়ল, তা বলাই যায়।
এদিন আইএফএকে প্রিমিয়ার এ লিগের দলগুলি আর্জি জানায়, যাতে দ্রুত এই টুর্নামেন্ট শুরু করা যায়। এবং এই বিষয়ে ইতিবাচক বার্তাই দিয়েছে আইএফএ। শোনা যাচ্ছে, আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে প্রিমিয়ার ডিভিশন এ লিগ। এবং শেষ হতে চলেছে আগামী ১৫ সেপ্টেম্বর তারিখে।
এদিকে এই দিন আইএফএর গভর্নিং বডির বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকে একাধিক কমিটি গঠন করা হয় এবং লিগ আয়োজন নিয়েও আলোচনা করা হয়।