মহমেডানের অনুরোধ রাখল আইএফএ, পিছিয়ে দেওয়া হল কলকাতা লিগের খেলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারে মুখোমুখি মহমেডান স্পোর্টিং ক্লাব ও টালিগঞ্জ অগ্রগামী। কিন্তু আগামী ৩০ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে অরাজি মহমেডান, যেহেতু আগামী ৩ অক্টোবর ডুরান্ড কাপের ফাইনাল খেলতে হবে মহমেডানকে। আর সেই কারণে কলকাতা লিগের ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য আইএফএকে অনুরোধ করেছিল মহমেডান।
এবার যা খবর, তাতে মহমেডানের এই আবেদনে রাজি হয়েছে আইএফএ। এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া সাক্ষাতকারে সচিব জয়দীপ মুখার্জি বলেছেন, মহমেডান স্পোর্টিংয়ের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারের খেলা পিছিয়ে দেওয়া হবে।
আইএফএ সচিব এও জানিয়েছেন, যেহেতু মহমেডান স্পোর্টিং আইএফএর ডাকে সাড়া দিয়ে কলকাতা লিগে খেলেছে, তাই ধন্যবাদ হিসেবে মহমেডানের এই আবেদনে রাজি হয়েছে আইএফএ। এছাড়া ডুরান্ড কাপ ফাইনালে মহমেডানের জয়ও চাইলেন জয়দীপ মুখার্জি।
জানা গিয়েছে, আগামী ৬ অক্টোবর টালিগঞ্জের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারে খেলবে মহমেডান। আর তারপর কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ৯ অক্টোবর ও সেমি ফাইনাল ১২ অক্টোবর হবে। আর মেগা ফাইনাল আয়োজিত হতে পারে দুর্গাপুজোর পরে।
এদিকে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার সহ কলকাতা লিগের বাকি খেলা যুবভারতীতে করার আবেদন করেছে মহমেডান। এই নিয়ে আইএফএ সচিব জানিয়েছেন, এই প্রস্তাবটি ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের কাছে পাঠাবে তারা।