'আমায় যদি নাচতে হয়, আমি আবারও নাচবো'- তিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফিফা বিশ্বকাপ ২০২২ এর প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দৃষ্টি নন্দন ফুটবল উপহার দেন নেইমার, ভিনিসিয়াস, রিচারলিসন, রাফিনহা সহ গোটা ব্রাজিল দল। যেমন ছন্দে ৯০ মিনিট তারা কাতারের মাঠে দাপিয়ে বেড়ালেন তেমনই ছন্দে নেচে গোলের সেলিব্রেশন করলেন।
তবে এই নাচ নিয়েই শুরু হয়েছে নতুন জলঘোলা! ফুটবল মহলের বেশ কিছু সমালোচক বলছেন ব্রাজিল খেলোয়াড়দের এই নৃত্য বিপক্ষ দল, খেলোয়াড় এমনকি ফুটবলকে অপমান করছে। কোরিয়া ম্যাচে শুধু ফুটবলাররাই নয়, নৃত্য করেছেন ব্রাজিল কোচ তিতেও। তার এই নাচ দেখেই ক্ষোভের পরিমাণ বেড়ে গেছে কয়েকগুণ।
তবে কোচ তিতে সংবাদ সম্মেলনে এসে নিজের খেলোয়াড়দের হয়ে কথা বলেছেন। তাদের দিকে ধেয়ে আসা সমালোচনার আক্রমণ রক্ষণ করেছেন।
তিতে বলেছেন, "আমি খুবই দুঃখিত এবং আমি তাদের প্রতি কোনো বার্তা দেবো না যারা ব্রাজিল দেশের ইতিহাস এবং সংস্কৃতি জানেন না। যারা ব্রাজিলের মানুষদের জীবনযাপন জানেন না। আমি আমাদের সংস্কৃতি আমার দল এবং আমার কাজকে সম্মান করি। এটিই ব্রাজিল সংস্কৃতি এবং এটি কোনওদিনই অসম্মান করেনা।"
এর সাথে তিতে যোগ করেছেন, "যারা আমার সাথে কাজ করেন এবং আমায় সত্যি চেনেন তারা জানেন আমায় যদি নাচ করতে হয় আমি নাচবো। আমায় শুধু প্রশিক্ষণ নিতে হবে। আমার ঘাড় শক্ত।"