ফ্রান্স চ্যাম্পিয়ন হলে বিশ্বজয় করবে বাবা-ছেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৮ই ডিসেম্বর ২০২২, আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের ফাইনালে খেলতে চলেছে এম্বাপে-গ্রিজম্যানদের ফ্রান্স। তারকা-মহাতারকায় ভরপুর ফ্রান্সের বিভিন্ন ফুটবলার নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে ফুটবল মহলে। তবে দলে এমন একজন ফুটবলারও রয়েছেন যাকে নিয়ে সেভাবে আলোচনা না হলেও তিনি ফ্রান্স দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।
তিনি মার্কাস থুরাম। গ্রুপ পর্যায় থেকে শুরু করে বিশ্বকাপ সেমিফাইনাল, দলের আক্রমণ ভাগের বেশ কিছুটা দায়িত্ব সামলেছেন তিনি। তবে শুধুমাত্র নিজের খেলার জন্য নয় তাঁর গল্পের প্রধান আকর্ষণ তাঁর বাবা, লিলিয়ান থুরাম।
ফ্রেঞ্চ কিংবদন্তী লিলিয়ান থুরাম, ১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সেমিফাইনালে করেছিলেন দুটি গোল। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (১৪২ ম্যাচ) খেলার রেকর্ড রয়েছে লিলিয়ান থুরামের। যদিও, এমন কিংবদন্তী ফুটবলারের জুতোয় পা গলিয়ে ছেলে মার্কাস থুরাম চাপ অনুভব করছেন না, তা তিনি বিশ্বকাপ শুরুর আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।
মার্কাস জানিয়েছেন, "আমি বাবাকে নিয়ে গর্বিত। আমি নিজের উপর চাপ সৃষ্টি করিনা। বাবা আমাকে জানিয়েছেন বিশ্বকাপে যত বেশি সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে।"
মার্কাস ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্যায় দুটি ম্যাচ, রাউন্ড অফ ১৬ এবং সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছেন বেশ কিছু মিনিট। সব মিলিয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলেছেন ৬৭ মিনিট।
বাবার মতো ছেলেও কি পারবেন ফ্রান্সকে বিশ্বসেরা বানাতে? নামের প্রতি সুবিচার করতে মুখিয়ে রয়েছেন জুনিয়র থুরাম। আর তাঁর জন্যে প্রার্থনায় লিলিয়ান।